নিজস্ব প্রতিবেদক : নবাগত কণ্ঠশিল্পী ফারিয়া নূরুদ্দীন এর কণ্ঠে ‘সোনার দেহ’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অগ্নিবীণার ব্যানারে এই গানটি প্রকাশিত হয়েছে। জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির কথা ও সুর করেছেন ফেরারী নাসিম এবং সঙ্গীত পরিচালনা করেছে জেড এইচ বাবু। এই গানটি ফারিয়া নূরুদ্দীনের গাওয়া প্রথম গান।
‘‘সোনার দেহ পুড়ে করলাম ছাঁই/তবু মনে আশা রাখি একদিন যদি তোমার দেখা পায়/প্রথমো পিরিতের বেলা আমারে পায়া অবলা,বলেছিলে হবে যে আমার/ এখন কেন গেলে চলে, আমারে একলা ফেলে’’ এমন কথার এই বাউল গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশের পর শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে।
গান প্রসঙ্গে ফারিয়া নূরুদ্দীন বলেন, ‘ছোট থেকেই আমার বিরহ ও বিচ্ছেদের বাউল গান শুনতে খুব ভালো লাগে। তাই বিরহ ও বিচ্ছেদ নিয়ে লেখা বাউল গান গেয়ে শ্রোতা মহলে সাড়া ফেলতে চাই। ৫ম শ্রেণী থেকে গান শেখা শুরু করি বাবা ও মায়ের অনুপ্রেরণায়। বাবাও স্কুল জীবনে গান গাইতেন। বাবার ইচ্ছে ছিল আমি যেন গান শিখে নিজেকে একজন কণ্ঠশিল্পীর স্থানে নিয়ে যেতে পারি। আমার বড় ভাই নাসিমও আমাকে উৎসাহ দিয়ে এসেছে। অবশেষে আমার গাওয়া প্রথম গান প্রকাশ পেল। আগামীতে আরো ভালো ভালো গান শ্রোতাদের উপহার দিয়ে নিজেকে কণ্ঠশিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করতে চাই। সবাই আমার জন্য দোয়া ও আর্শীবাদ রাখবেন।’
গানের লিংক :