শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২২ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যামব্রিন-তৌসিফের ঘনিষ্ঠ মুহূর্ত, দেখুন ছবিতে

ডেস্ক রিপোর্ট : লাক্স-চ্যানেল আই সুপার স্টার ও উপস্থাপিকা আমব্রিনা সার্জিন আমব্রিন তার স্বামী তৌসিফ আহসান চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

১৭ ফেব্রুয়ারি শনিবার ফেসবুকে ছবি দিয়ে ইংরেজিতে লিখেছেন, ‘সে আমাকে যেভাবে আদর করে! আমার সবচেয়ে বড় শক্তি ও সমর্থক। যত যাই হোক, আমি জানি তুমি আমার পাশে থাকবে। আমি তোমাকে ভালোবাসি।’

২০১৭ সালে ৪ নভেম্বর অ্যামব্রিন বিয়ে করেন তৌসিফ আহসান চৌধুরী। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে কানাডার টরন্টোতে রয়েছেন তিনি। তৌসিফ পরিবারের সঙ্গে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে একটি প্রতিষ্ঠানের প্রপাটি ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন।

বিয়ের মাস ছয়েক আগে আমব্রিনের সঙ্গে তৌসিফের পরিচয় হয়। এরপর ফেসবুক আর মুঠোফোনে কথা হয়। এর মাঝেই নিজেদের মাঝে মন দেওয়া-নেওয়া শুরু। তারপরই পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়।

বিয়ের পরবর্তী সময়ের নানান ছবি তিনি প্রায়ই ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তারই ধারাবাহিকতায় আজকের ছবিগুলো পোস্ট দেন।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন আমব্রিন। এরপর মডেল আর উপস্থাপক হিসেবে পরিচিতি পেয়েছেন। অভিনয় করেছেন টিভি নাটকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিভি অনুষ্ঠানের প্রেজেন্টার হিসেবে জনপ্রিয়তা পান। প্রিয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়