শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:০৫ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলার জালে বেগম খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হওয়ার ঝুঁকিতে!

হ্যাপী আক্তার : মামলার জালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার দলের নেতাকর্মীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হলে, নির্বাচনে অযোগ্য হওয়ার ঝুঁকিতে থাকবেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির একজন নীতি নির্ধারক মনে করেন আবারো ক্ষমতা দখলের নকশায়, বেগম জিয়াকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে সরকারি দল। তবে, আসামি পক্ষকেই দুষছেন অ্যাটর্নি জেনারেল।

২০০৭ সালে করা মামলায়, বিচারিক আদালতে এখন সপ্তাহের বেশিরভাগ দিনে হাজিরা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে গড়া দুটি ট্রাস্টের মামলায় এখন চলছে শেষ মুহুর্তের যুক্তিতর্ক। এই দুটিসহ দুর্নীতির ৫টি এবং সহিংসতা আর নাশকতার অভিযোগে ঢাকাসহ সারাদেশে ২৫টির বেশি মামলায় আসামী ৯০ পরবর্তী গণতন্ত্র যুগের প্রথম প্রধানমন্ত্রী। নির্বাচনের বছরে রাজনীতির চাইতে মামলা নিয়েই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে দেশের অন্যতম বড় দলটির শীর্ষ নেতাকে।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, বেগম খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে আদালতে নিয়ে তার রানৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখতেই এই হীন চেষ্টা করা হচ্ছে।

ঢাকা মহানগরের পিপি আব্দুল্লাহ আবু বলেছেন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খুব দ্রুতই রায় হবে বলে তিনি আশা করছেন। স্বাক্ষী যা হয়েছে তাতে মনে হয়, ঢাকায় চলা মামলাগুলোর মধ্যে, তাদের প্রত্যাশা দন্ডিত হবেন আসামীরা।

যদি এই দুটি মামলায় সাজা হয় খালেদা জিয়ার তাহলে নির্বাচনী রাজনীতির হিসেব-নিকেশে আসতে পারে নতুন মাত্রা। সংবিধান মতে নৈতিক স্খলনজনিত কারণে ফৌজদারি মামলায় দুই বছরের জেল হলেই নির্বাচনে অযোগ্য হবেন কোন ব্যক্তি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, যেদিনই মামলা সেদিই হরতাল ও গন্ডগোল জালাউপুড়াও। শুধু শুধু অভিযোগ যে বেগম জিয়াকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য এই মামলা, এই অভিযোগটি একেবারেই ঠিক নয়।
মামলার রায় যাই হোক না কেন, নির্বাচনের আগে এই দুটি মামলা নিষ্পত্তির দিকে আসার দায় আসামী পক্ষেরই।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যদি মনে করে, যে বিএনপির নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে নির্বাচনে জয়ী হয়ে তারা ক্ষমতা দখল করবে। এর চেয়ে আর বড় ভুলের কিছুই হতে পারে না।

খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতি মামলাগুলোর মধ্যে জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলার রায় হবে ৮ ফেব্রæয়ারী।
সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়