সাইদুর রহমান : মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসির প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান সামি আনান। এরই জেরে তাকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আগামী মার্চ মাসেই অনুষ্ঠিত হবে মিসরের প্রেসিডেন্ট নির্বাচন।গ্রেফতারের প্রতিক্রিয়ায় মিশরের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আনানের প্রসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা সশস্ত্র বাহিনীর সাথে উশকানিমূলক। সেনাবাহিনী এবং জনগণের মাঝে ফাঁটল ধরানোর অপচেষ্টা।
দেশটির সশস্ত্র বাহিনী আনানের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে বলেছে, আনান আগামী মার্চ মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আইন বিরোধী কাজ করেছেন।
আনানের বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়, তিনি অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন ,যার ফলে বুঝা গিয়েছিল তিনি সশস্ত্র বাহিনী থেকে তার মেয়াদ অবৈধভাবে সরিয়ে দেয়া হয়েছে।
এদিকে আনান তার ফেসবুক একাউন্টে দেশের সকল সামরিক এবং বেসামরিক প্রতিষ্ঠানকে নিরপেক্ষ নির্বাচরে পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সূত্র : আল-জাজিরা