শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলনবিলে কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা

শিশির আলম,উল্লাপাড়া: ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহ শুধু জীব বৈচিত্র নয় এবার চলনবিলের উদ্ভিদ সহ ফসলী জমির উপর ব্যাপক প্রভাব ফেলছে তাই এ অঞ্চলের ইরি-বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। তাই অনেকেই পুরো জমি পলিথিনে আবদ্ধ করে ক্ষতি এড়ানোর চেষ্টা করছেন।

উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের ভাটবেড়া গ্রামের কৃষক আব্দুল করিম জানান, এবার ইরি-বোরো মৌসুমে ধান লাগাতে ৩৩ শতক জমিতে চারা বপন করেছেন কিন্তু ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে ২ শতক জমির ধানের চারার গুণাগুণ নষ্ট হয়ে গেছে যা এখন তুলে ফেলে দিতে হবে।

কৃষক আব্দুল করিম এর মতো অনেকেই বলেছেন, এই লোকসান উসুল করতে উৎপাদিত ধানের উপর গড়ে দাম ফেলে বিক্রি করতে হবে নইলে সারা বছর না খেয়ে থাকতে হবে।

তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানে চারা কোল্ড ইনজুরির কারণে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে সন্ধা  থেকে ভোর পর্যন্ত পুরো জমি পলিথিনে অাবদ্ধ করে রাখছে স্থানীয় কৃষকরা।

এসকল বিষয় নিয়ে যোগাযোগ করা হলে রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার নাজমুল মন্ডল  বলেন, রাতে ধানের চারায় পানি সেচ ও পলিথিনে আবদ্ধ রাখতে হবে এবং দিনের বেলাল পানি গুলো বের করে দিতে হবে।এতে ধান চারার গুণাগুণ বজায় থাকবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ,পাবনা ও নাটোর জেলার মাঝখানে প্রায় ৭ টি উপজেলা নিয়ে বিস্তৃত চলনবিল। এই বিলে বর্ষাকালে দেশীয় মাছ, আর রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ হয় যা স্থানীয় চাহিদা মেটানোর পর দেশের জাতীয় খাদ্য শষ্য ভান্ডারে গিয়ে যোগ হয় তাই এই অপার সম্ভাবনাময়ী চলনবিলকে ঘিরেই রয়েছে অর্ধশতাধিক বরফ কল ও মাছের আড়ৎ সহ শতাধিক ধানের চাতাল।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়