শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার সরকার কতটা আন্তরিক?

ব্রি. জে. (অব.) সাখাওয়াত হোসেন : বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন চুক্তিটি হয়েছে, ভালো হয়েছে। তবে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ যে চুক্তিটি হয়েছে, এতে প্রশ্ন জেগেছে রোহিঙ্গারা ফেরত যাবে কি-না? তাদের ফেরত নিলে নিরাপত্তা দিয়ে নিবে কি-না? তাদের সঠিকভাবে পুনর্বাসন করবে কি-না? এমন অনেক প্রশ্ন আসে। এই চুক্তিতে জাতিসংঘের কোনো সম্পৃক্ততা আছে কি-না, সেটি জানা দরকার।

এখন মিয়ানমারে চুক্তি অনুযায়ী নিবে কি-না সেটিও বড় বিষয়। তাদের উপর আমরা কতটুকু ভরসা রাখতে পারি? আমাদের সরকারের উচিত এই চুক্তি কিভাবে কার্যকর হয়, কতটুকু কার্যকর হয় সেটি দেখা। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ব্যাপারে এখন কতটা আন্তরিক, তাদের পুনর্বাসনের জন্য কতটুকু নিরাপত্তা দিবে সেটি দেখতে হবে। তাদের নাগরিকত্ব দেবে কি-না সেটি সরকারকে ভালোভাবে দেখতে হবে। আর কোনো রোহিঙ্গা যদি ফিরত যেতে না চায়, তাদের জোর করে পাঠানো যাবে না। এটি আন্তর্জাতিক আইনে আছে। তবে না যেতে চাইলে আমাদের দেশে একটি সঙ্কট তৈরি হবে।

ইতিমধ্যে আমাদের দেশের লোকদের সাথে তারা বিভিন্ন সমস্যা সৃষ্টি করেছে। পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে। তাদের জন্য অনেক গাছপালা কাটা হচ্ছে। তারা নিজেরাও গাছপালা কাটছে। আমাদের অনেক আবাদী জমির উপরে তাদের বসবাস আছে। এতে করে স্থানীয়রা চাষাবাদ করতে পারছে না। তাই সব কিছু মিলিয়ে তাদের ফেরত পাঠানোর জন্য ভালো একটি চুক্তি হলে তারা ঠিকই দেশে ফিরে যাবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করলে, নিজেদের জমিজামা ফেরত দিলে অবশ্যই তারা ফিরত যাবে। আমাদের সরকারকে নিজেদের স্বার্থে মিয়ানমারের সরকারের কাছে এটি বলতে হবে। না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান কখনো সম্ভব হবে না।

পরিচিতি : সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়