ডেস্ক রিপোর্ট : শুধু ঝড় নয়, রীতিম ঘূর্ণিঝড়ই বলা যায়। বলিউডের প্রথম সিনেমার ট্রেলারে এরকম একটি ঘোষণা দিয়েই বলিউডে বোমা বিস্ফোরণ ঘটালেন পর্নস্টার মিয়া মালকোভা। মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে এ ট্রেলার রিলিজ করেন পরিচালক রাম গোপাল ভার্মা। ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ নামের এই ছবির কথা যেদিন রামু ঘোষণা করেছিলেন, সেদিনই নেটদুনিয়ায় ঝড় উঠেছিল। জিএসটি নিয়ে চর্চা গত একবছর ধরে।
পর্নস্টার সানি লিওনের পর রাম গোপাল ভার্মার হাত ধরেই বলিউডে আগমন ঘটলো আরেক পর্নস্টার মিয়া মালকোভার। যদিও সানিকে দেখা গিয়েছিল কাহিনির চরিত্র হিসেবে। কিন্তু এখানে মিয়াকে নিয়ে ছবিটি অনেকাংশেই তথ্যচিত্রের আঙ্গিকে। যেখানে মিয়ার জীবনও ছবির বিষয়বস্তু। ছবির ট্রেলারে মিয়ার মুখেও সেরকমই কিছু কথা শোনা গেল। পর্ন যেমন শারীরিক সুখের স্বর্গভ‚মি, তেমনই এক পুরুষে সীমাবদ্ধ থাকার তথাকথিত ধারণাকেও ভাঙতে দেখা যাচ্ছে মিয়াকে। স্বভাবতই তাঁর এ মতামত বিতর্কের অবকাশ রাখে। তর্ক তো থাকবেই। কিন্তু মালকোভাকে কি অস্বীকার করা যাবে!
সূত্র : সংবাদ প্রতিদিন