শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জ জেলা পরিষদের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

হ্যাপী আক্তার : সড়ক উন্নয়নের নামে মানিকগঞ্জের প্রায় সাড়ে চার হাজার গাছ বিক্রির অভিযোগ ওঠেছে জেলা পরিষদের বিরুদ্ধে। দরপত্রের মাধ্যমে কোটি টাকার গাছ বিক্রি করা হলেও অংশীদারদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া হয়নি। ২৭ বছর আগে বেসরকারি সংস্থার উদ্যোগে মানিকগঞ্জের সড়কে স্থানীয়রা গাছ রোপণ করেন। তাদেরকে না জানিয়ে প্রায় সাড়ে চার হাজার গাছ বিক্রি করে দিয়েছে জেলা পরিষদ।

স্থানীয়রা জানান, সিংগাইরের জয় মন্টু থেকে তেতুল তলা পর্যন্ত ১০টি সমিতির দুই শতাধিক সদস্য গাছগুলোর অংশীদার। চুক্তি অনুযায়ী তারা লাভের ৬০ ভাগ পাবেন। বাকি ৪০ ভাগের মধ্যে বাস্তবায়নকারী সংস্থা ২০ ভাগ এবং উপজেলা পরিষদ ২০ ভাগ অংশের মালিক। তবে কাউকেই তাদের নিজ নিজ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়নি। স্থানীয়রা বলেছেন, তারা ইউএনও এবং উপজেলা পরিষদের কাছে গাছের প্রাপ্য অংশটি পাবার জন্য স্বারক লিপি দিয়েছেন।

ঠিকাদার শহিদুল ইসলাম বলেন, জেলা পরিষদ কর্তৃক টেন্ডারের মাধ্যমে টাকা জমা দিয়ে গাছগুলো কিনেছেন।

মানিকগঞ্জ, সিংগাইর উপজেলা চেয়ারম্যান জানান, উপজেলা পরিষদের নিজ উদ্যোগে গাছগুলো বিক্রির চুক্তি করেছে। গাছ বিক্রির ব্যাপারে স্থানীয়দের কাছ থেকে কোনো ধরনের চিঠি পাননি তিনি।

মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী পরিচালক, মনোয়ার হোসেন বলেন, উপযুক্ত প্রমাণসহ কেউ দাবি জানালে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

দরপত্রের মাধ্যমে জেলা পরিষদ ভ্যাটসহ গাছ বিক্রি করেছে প্রায় দেড় কোটি টাকা।

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়