শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জ জেলা পরিষদের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

হ্যাপী আক্তার : সড়ক উন্নয়নের নামে মানিকগঞ্জের প্রায় সাড়ে চার হাজার গাছ বিক্রির অভিযোগ ওঠেছে জেলা পরিষদের বিরুদ্ধে। দরপত্রের মাধ্যমে কোটি টাকার গাছ বিক্রি করা হলেও অংশীদারদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া হয়নি। ২৭ বছর আগে বেসরকারি সংস্থার উদ্যোগে মানিকগঞ্জের সড়কে স্থানীয়রা গাছ রোপণ করেন। তাদেরকে না জানিয়ে প্রায় সাড়ে চার হাজার গাছ বিক্রি করে দিয়েছে জেলা পরিষদ।

স্থানীয়রা জানান, সিংগাইরের জয় মন্টু থেকে তেতুল তলা পর্যন্ত ১০টি সমিতির দুই শতাধিক সদস্য গাছগুলোর অংশীদার। চুক্তি অনুযায়ী তারা লাভের ৬০ ভাগ পাবেন। বাকি ৪০ ভাগের মধ্যে বাস্তবায়নকারী সংস্থা ২০ ভাগ এবং উপজেলা পরিষদ ২০ ভাগ অংশের মালিক। তবে কাউকেই তাদের নিজ নিজ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়নি। স্থানীয়রা বলেছেন, তারা ইউএনও এবং উপজেলা পরিষদের কাছে গাছের প্রাপ্য অংশটি পাবার জন্য স্বারক লিপি দিয়েছেন।

ঠিকাদার শহিদুল ইসলাম বলেন, জেলা পরিষদ কর্তৃক টেন্ডারের মাধ্যমে টাকা জমা দিয়ে গাছগুলো কিনেছেন।

মানিকগঞ্জ, সিংগাইর উপজেলা চেয়ারম্যান জানান, উপজেলা পরিষদের নিজ উদ্যোগে গাছগুলো বিক্রির চুক্তি করেছে। গাছ বিক্রির ব্যাপারে স্থানীয়দের কাছ থেকে কোনো ধরনের চিঠি পাননি তিনি।

মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী পরিচালক, মনোয়ার হোসেন বলেন, উপযুক্ত প্রমাণসহ কেউ দাবি জানালে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

দরপত্রের মাধ্যমে জেলা পরিষদ ভ্যাটসহ গাছ বিক্রি করেছে প্রায় দেড় কোটি টাকা।

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়