শিরোনাম
◈ সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত ◈ দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ◈ তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ রাজধানীতে তিনজন গ্রেফতার ◈ আশুলিয়ায় পিকআপে আগুন ◈ শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি মন্ত্রণালয়গুলোতে যাচ্ছে না আজ ◈ গণভোটের ব্যালটে কী ধরনের প্রশ্ন থাকবে, চূড়ান্ত খসড়া প্রস্তাব প্রকাশ ◈ আজও কড়া নিরাপত্তা ট্রাইব্যুনাল চত্বরে ◈ শুল্কযুদ্ধেও টিকে বাংলাদেশ: মার্কিন বাজারে পোশাক রফতানি বাড়ল পাঁচ শতাংশ ◈ মৃত্যুর আগে ভিডিওতে ১১ জনকে দায়ী করে গেলেন বিএনপি নেতা জহির, ভিডিও ভাইরাল ◈ যেভা‌বে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির রূপরেখাহীন প্রস্তাব নিয়ে সরকার সংলাপে বসবে না: ইনু

সজিব খান: জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংলাপে বসতে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট সাংবিধানিক কোনও প্রস্তাব পাওয়া যায়নি। রূপরেখাহীন কোনও প্রস্তাব নিয়ে সরকার আলোচনায় বসবে না।’

রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ দেশে গণতন্ত্র, সংবিধান, সরকার সব কিছুই আছে। সংলাপের দাবি তুলে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চায়। সরকারের মেগা প্রকল্পে দুর্নীতি খুঁজে বিএনপির লাভ নাই। বিশ্ব ব্যাংকও তা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। কিন্তু কিছুই পায় নাই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এখনও আঁতাত করে চলেছে। গণতন্ত্র নস্যাৎ করাই তাদের মূল উদ্দেশ্য। তাদের রুখতে সমমনাদের সঙ্গে নিয়ে বসে আলোচনা করে উপায় বের করতে হবে। ’

হাসানুল হক ইনু বলেন, ‘ব্যাংক লোপাট জিয়াউর রহমান, খালেদা জিয়া দু’জনের সময়ই হয়েছে। যারা লোপাট করেছে তারা রেহাই পেয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার সময় যাদের বিরুদ্ধে ব্যাংক লোপাটের অভিযোগ এসেছে তাদের রেহাই নাই। তারা এখন দুদকের বারান্দায় গিয়ে বসে থাকে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়