শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৯ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় জমজমাট মধ্যপ্রাচ্যের স্টলগুলো

জুয়াইরিয়া ফৌজিয়া: বাণিজ্য মেলায় বসেছে মধ্যপ্রাচ্যের নান্দনিক কারুকাজ আর নিজস্ব শিল্পমানের গৃহসজ্জার বাহারি সব পন্যের দোকান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে ইরাক, ইরান, তুরস্কসহ আরও অনেক দেশ। তবে এখনো জমে ওঠেনি বিদেশী এসব দোকানের কেনাবেচা। ক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এসব পন্যের দাম অনেক বেশী।

লাল-নীল বাতির নিয়ন আলোর এমন মোহময়তায় আটকে যাবে যে কারও চোখ। তুরস্কের কারুশিল্পের নান্দনিক নকশা, কারুকাজ আর নির্মাণশৈলীর কারণে ঝাড়বাতি নজর কাড়ছে মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের।

একজন ক্রেতা বলেন, অবশ্যই জিনিসগুলো খুবই সুন্দর, একটু আলাদা এবং কোয়ালিটিও অনেক ভালো। আমি আগেও এখান থেকে পণ্য কিনেছি।

আরেকজন ক্রেতা বলেন, জিনিসগুলো অবশ্যই সুন্দর। সেকারণেই আসা। আর মেলাতে অনেক ধরণের জিনিস একসাথে দেখা হয় বলে এটাকে একটা অপারচুনিটি বলা যায়।

আভিজাত্য আর ঐতিহ্যের বুননে এবারও মেলায় রয়েছে ইরাক, ইরান, মিশর ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পশমি কার্পেট। তুর্কি লোকশিল্পের নকশায় গৃহসজ্জার বিভিন্ন পণ্য, শো-পিস, কারুকার্য খচিত পণ্যগুলো রয়েছে দর্শনার্থীদের পছন্দের প্রথম তালিকায়। তবে এসব পণ্যের আকাশ ছোঁয়া দামের কারণে সাধ ও সাধ্যের মেল বন্ধন হচ্ছেনা বলে জানান ক্রেতারা।

ক্রেতারা বলেন, জিনিসগুলো আসলেই ভালো। কিন্তু আমার প্রাইসের মধ্যে আসছে না। অনেক বেশিই চাইছে।
একজন বিক্রেতা বলেন, ক্রেতাদের কাছে বেশি দাম লাগবেই। এগুলোতো অরিজিনাল প্রোডাক্ট, হ্যান্ডমেইড প্রোডাক্ট।

বিকিকিনি এখনো আশানুরূপভাবে শুরু হয়নি। আর তাই সামনের দিনগুলোর জন্য অপেক্ষায় দোকানিরা।

সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়