শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৯ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় জমজমাট মধ্যপ্রাচ্যের স্টলগুলো

জুয়াইরিয়া ফৌজিয়া: বাণিজ্য মেলায় বসেছে মধ্যপ্রাচ্যের নান্দনিক কারুকাজ আর নিজস্ব শিল্পমানের গৃহসজ্জার বাহারি সব পন্যের দোকান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে ইরাক, ইরান, তুরস্কসহ আরও অনেক দেশ। তবে এখনো জমে ওঠেনি বিদেশী এসব দোকানের কেনাবেচা। ক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এসব পন্যের দাম অনেক বেশী।

লাল-নীল বাতির নিয়ন আলোর এমন মোহময়তায় আটকে যাবে যে কারও চোখ। তুরস্কের কারুশিল্পের নান্দনিক নকশা, কারুকাজ আর নির্মাণশৈলীর কারণে ঝাড়বাতি নজর কাড়ছে মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের।

একজন ক্রেতা বলেন, অবশ্যই জিনিসগুলো খুবই সুন্দর, একটু আলাদা এবং কোয়ালিটিও অনেক ভালো। আমি আগেও এখান থেকে পণ্য কিনেছি।

আরেকজন ক্রেতা বলেন, জিনিসগুলো অবশ্যই সুন্দর। সেকারণেই আসা। আর মেলাতে অনেক ধরণের জিনিস একসাথে দেখা হয় বলে এটাকে একটা অপারচুনিটি বলা যায়।

আভিজাত্য আর ঐতিহ্যের বুননে এবারও মেলায় রয়েছে ইরাক, ইরান, মিশর ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পশমি কার্পেট। তুর্কি লোকশিল্পের নকশায় গৃহসজ্জার বিভিন্ন পণ্য, শো-পিস, কারুকার্য খচিত পণ্যগুলো রয়েছে দর্শনার্থীদের পছন্দের প্রথম তালিকায়। তবে এসব পণ্যের আকাশ ছোঁয়া দামের কারণে সাধ ও সাধ্যের মেল বন্ধন হচ্ছেনা বলে জানান ক্রেতারা।

ক্রেতারা বলেন, জিনিসগুলো আসলেই ভালো। কিন্তু আমার প্রাইসের মধ্যে আসছে না। অনেক বেশিই চাইছে।
একজন বিক্রেতা বলেন, ক্রেতাদের কাছে বেশি দাম লাগবেই। এগুলোতো অরিজিনাল প্রোডাক্ট, হ্যান্ডমেইড প্রোডাক্ট।

বিকিকিনি এখনো আশানুরূপভাবে শুরু হয়নি। আর তাই সামনের দিনগুলোর জন্য অপেক্ষায় দোকানিরা।

সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়