শিরোনাম
◈ আজ দুপুর ২টায় সারাদেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের ◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ায় বাসের ধাক্কায় ভ্যান ও লেগুনা চালকসহ আহত ১০

মো. আবু হাসাদ, পুঠিয়া (রাজশাহী): [২] পুঠিয়ায় দ্রুতগামি একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে থেমে থাকা লেগুনা ও ভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই লেগুনা ও ভ্যান চালকসহ ১০ আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে।

[৩] শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] প্রত্যক্ষদশী স্থানীয় ব্যবসায়ি এনামুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ফাতেমা এন্টারপ্রাইজ নাটোরের দিকে আসছিল। পথে পুঠিয়া বাসস্ট্যান্ডে পৌছার আগেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সময় সড়কের পাশে থাকা একটি লেগুনা ও একটি ব্যাটারি চালিত ভ্যানকে সজরে ধাক্কা দেয়। এতে লেগুনা চালক, ভ্যান চালক ও বাসের হেলপার যাত্রীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে মুমুর্ষ অবস্থায় রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এর সদস্য, থানা ও হাইওয়ে পুলিশ এলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

[৫] পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আর দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়