শিরোনাম
◈ আগস্টে কমেছে পর্যটক, তবু ভারত ভ্রমণের শীর্ষে বাংলাদেশিরা ◈ হার দিয়ে টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: অমিত শাহ ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ◈ কেউ কেউ বলছেন আমরা সংবিধান পরিবর্তন করে ফেলবো, আপনারা কারা? : মির্জা ফখরুল ◈ টাকা থেকে বাদ পড়ছে বঙ্গবন্ধুর ছবি, নতুন ডিজাইনের টাকা বাজারে আসছে যেদিন ◈ ইংল্যান্ডের ৪০০ টেস্ট জয়ের মাইলফল  ◈ অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত, হারলো ১০ উইকেটে ◈ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, শান্তিরক্ষা বাহিনী পাঠানোর যে ব্যাখা দিলেন(ভিডিও) ◈ আমাজনের অবৈধ খনিতে স্বর্ণের বিনিময়ে বিক্রি হয় যৌনতা (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ায় বাসের ধাক্কায় ভ্যান ও লেগুনা চালকসহ আহত ১০

মো. আবু হাসাদ, পুঠিয়া (রাজশাহী): [২] পুঠিয়ায় দ্রুতগামি একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে থেমে থাকা লেগুনা ও ভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই লেগুনা ও ভ্যান চালকসহ ১০ আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে।

[৩] শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] প্রত্যক্ষদশী স্থানীয় ব্যবসায়ি এনামুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ফাতেমা এন্টারপ্রাইজ নাটোরের দিকে আসছিল। পথে পুঠিয়া বাসস্ট্যান্ডে পৌছার আগেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সময় সড়কের পাশে থাকা একটি লেগুনা ও একটি ব্যাটারি চালিত ভ্যানকে সজরে ধাক্কা দেয়। এতে লেগুনা চালক, ভ্যান চালক ও বাসের হেলপার যাত্রীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে মুমুর্ষ অবস্থায় রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এর সদস্য, থানা ও হাইওয়ে পুলিশ এলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

[৫] পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আর দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়