শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৬ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রলি ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুই জন যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা সড়কের পুশকনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি যাত্রী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম (৭০) ও শিবগঞ্জ পৌরসভার হাসপাতাল এলাকার ধীরেন ভকতের ছেলে ততন হরিদাস (৪০)।  

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের পুশকনি এলাকায় কানসাট মোড় থেকে ছেড়ে যাওয়া ট্রলির সঙ্গে গোমস্তাপুর থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই খলেস বেগম ও ততন হরিদাস মারা যান। তারা দুজনই সিএনজির যাত্রী ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়