শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩০ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ট্রাক চাপায় আহত পুলিশ সদস্যর মৃত্যু 

জামাল উদ্দিন

এম এ হালিম, সাভার: [২] গাজীপুরে ট্রাক চাপায় আহত হয়ে জামাল উদ্দিন (৫৬) নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৩] এরআগে, সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ডের গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। 

[৪] নিহত জামাল উদ্দিন গাজীপুর জেলা ট্রাফিকের টিএসআই পদে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল সদরের গালা গ্রামের জুরান আলীর ছেলে। 

[৫] নওজোর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ট্রাফিক পুলিশ বক্সের সামনে জামাল উদ্দিন সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। 

[৬] সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব সিকদার বলেন, আমরা হাসপাতালে এসে নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় আমাদের উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়