এম এ হালিম, সাভার: [২] গাজীপুরে ট্রাক চাপায় আহত হয়ে জামাল উদ্দিন (৫৬) নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
[৩] এরআগে, সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ডের গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
[৪] নিহত জামাল উদ্দিন গাজীপুর জেলা ট্রাফিকের টিএসআই পদে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল সদরের গালা গ্রামের জুরান আলীর ছেলে।
[৫] নওজোর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ট্রাফিক পুলিশ বক্সের সামনে জামাল উদ্দিন সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
[৬] সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব সিকদার বলেন, আমরা হাসপাতালে এসে নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় আমাদের উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিনিধি/একে