মোস্তাফিজুর রহমান: মোহাম্মদপুর বসিলায় সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর। নিহতের পরনে ছিল শার্ট ও প্যান্ট।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ৮টার দিকে বসিলা শাহজালাল হাউসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী পথচারী মনির হোসেন বলেন, বসিলা শাহজালাল হাউসিং এলাকায় চালক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে একই দিক থেকে রাস্তায় সিএনজি দ্রুত গতিতে সেখানে সিএনজির ধাক্কায় মোটরসাইকেলের চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে ও নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। সম্পাদনা: হ্যাপী
এমআর/এইচএ