শিরোনাম

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৩, ০৪:৫২ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৩, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১৫ অক্টোবর  থেকে দক্ষিণ সিটিতে বিনামূল্যে টিকাদান শুরু

সুজিৎ নন্দী: [২] এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান বলেন, এই টিকাটি আমাদের মেয়ে শিশুদের জন্য খুবই দরকারি। এই রোগে আক্রান্ত হলে নারীদের জরায়ু কেটে ফেলতে হয়। তাই আমি আশা করব, সব মেয়ে শিশুরা এই টিকা নেবে। টিকাটি অনেক ব্যয়বহুল। সরকার এখন  বিনামূল্যে এই টিকা দিচ্ছে। 

[৩] সভায় জানানো হয়, প্রথম পর্যায়ে ১৮ দিন এই টিকাদান কর্মসূচি চলবে। তার মধ্যে প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম চলবে। পরবর্তী ৮ দিন নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে ও স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করা হবে। 

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স- গ্যাভি এর সহায়তায় এই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আাগামী ১৫ অক্টোবর থেকে প্রথমে ঢাকা বিভাগে এই কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে তিন ধাপে বাংলাদেশের মোট আটটি বিভাগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়