শিরোনাম
◈ ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ থে‌কে বাংলাদেশ অ‌নেক শ‌ক্তিশালী: কোচ ড‌্যা‌রেন স্যামি  ◈ ক্রিকে‌টে আগামী বছর থে‌কে চালু হচ্ছে টেস্ট-টোয়েন্টি ◈ ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি ◈ চাইনিজ তাইপের কাছে হেরে গে‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ সই হলো জুলাই সনদ, সংশয় কি কাটলো? ◈ পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল ◈ চট্টগ্রামে ৮ কারখানা বন্ধ ঘোষণা ◈ ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ১৯ জনের মৃত্যু ◈ নির্বাচন কীভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের ড. ইউনূস

প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আইনের যথাযথ প্রয়োগের অভাবে কন্যাশিশুর প্রতি সহিংসতা বাড়ছে

মনিরুল ইসলাম: আইনের যথাযথ প্রয়োগের অভাবে কন্যাশিশুর প্রতি সহিংসতা বাড়ছে বলে মনে করছে শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে এই মন্তব্য করেন তারা। জলবায়ু পরিবর্তন, জেন্ডারভিত্তিক সহিংসতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমতা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্কুল পর্যায়ে ক্যাম্পেইনের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

আজ বৃহস্পতিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠানে  এ তথ্য জানানো হয়েছে।  

রাজধানীর ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের অভাবই নারী ও কণ্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রধান অন্তরায়’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।

বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বিষয়ের বিপক্ষে খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজে ছাত্রীরা অংশ নেয়। খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক মো. ওয়াজেদ আলী বিশ্বাসের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন খিলগাঁও গভঃ কলোনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. ইকবাল আহমেদ, বিএনপিএস’র ঢাকা পূর্ব কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা অনিকেত আচার্য ও কমিউনিটি অর্গানাইজার পলাশ আচার্য। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো। 

ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপিএস’র ঢাকা পূর্ব কেন্দ্রের ব্যবস্থাপক শেলীনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মতিঝিল জোনের সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. খায়রুল ইসলাম, শিক্ষানুরাগী মো. বাবুল মিয়া, বিএনপিএস’র প্রকল্প সমন্বয়কারি মো. মনিরুজ্জামান প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮জন শিক্ষার্থী দেশের গান, লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়