ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া: [২] কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৪)।
গত রোববার (৬ আগস্ট) রাতে তার বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন। পাশাপাশি মেয়ের অভিভাবকের কাছ থেকে মুচলেকা আদায় করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন বলেন, উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা (২নং ওয়ার্ড) এলাকায় একটি বাড়িতে গত রোববার সকালে বাল্যবিবাহ আয়োজনের খবর আমরা জানতে পারি। স্কুল শিক্ষার্থীর স্বজনদের বিয়ে বন্ধ করার নির্দেশ দিলেও সকাল থেকে ওই বাড়িতে বিয়ের আয়োজনের তোড়জোড় শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিয়ে উপলক্ষে সকাল থেকেই সকল আয়োজন শুরু হয়। সন্ধ্যায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওই বাড়িতে উপস্থিত হয়। এ সময় সেখানে কনে ও বড় পক্ষের লোক ছিল। বাল্যবিবাহের আয়োজন দণ্ডনীয় অপরাধ এবং এর কুফল সম্পর্কে শিশুটির অভিভাবকদের বোঝান মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। পরে লোকজনের উপস্থিতিতে শিশুটির বাবার কাছ থেকে মুচলেকা গ্রহণের মাধ্যমে বিয়ে বন্ধ করা হয়।
প্রতিনিধি/এসবি২