 
    
সঞ্চয় বিশ্বাস: গত ২০ মে রংপুরে মা ও শিশু স্বাস্থ্য তথ্য বইয়ের ব্যবহার পদ্ধতি নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় অনলাইনে সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর দালা লানা স্কুল অব পাবলিক হেলথের সহকারী অধ্যাপক ড. সাফি ভূইয়া। তিনি বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে মা ও শিশু স্বাস্থ্যবই প্রচলনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস লাইন ডিরেক্টর ডা. মাহমুদুর রহমান, গুড হেলথ হাসপাতাল রংপুরের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. সৈয়দ মামুনুর রহমান, ফ্যামিলি প্লানিং রংপুরের ডেপুটি ডিরেক্টর ডা. সাইদুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ গাইনী বিভাগের আবাসিক বিশেষজ্ঞ সার্জন ডা. শাহীন আরা, বিশিষ্ট গাইনী এন্ড অব্স বিশেষজ্ঞ ডা. সাবিনা পারভীন, ইউনিসেফ কনসালটেন্ট ডা. মনিরা পারভীন, সাবেক ব্রাক ইন্টারন্যাশল ম্যানেজার ডা. তামজিদা হানফি, এমসিএইচটিআইর প্রাক্তন সিনিয়র ট্রেইনার সৈয়দা মাহবুব আরা বেগম এবং ড.সাফি ভূইয়ার আন্তর্জাতিক মা ও শিশু স্বাস্থ্য তথ্যবইয়ের গবেষণা টীম।
কর্মশালার আলোচকরা মা ও শিশু স্বাস্থ্য তথ্যবইয়ের উপযোগিতা ও বইটিকে সর্বস্তরে পৌছিয়ে দেয়ার জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। কর্মশালায় মা ও শিশু তথ্যবই পাইলট প্রকল্পের জন্য নির্ধারিত ৩ স্বাস্থ্যসেবাকেন্দ্র থেকে নির্বাচিত ১০ জন স্বাস্থ্যকর্মীকে বইটির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ট্রেনিং দেয়া হয়। ট্রেনিং পরিচালনা করেন মা ও শিশু স্বাস্থ্য তথ্যবইয়ের তৃতীয় সংস্করণের সম্পাদক ডা. মুশতারী মিমি এবং উদীয়মান জনস্বাস্থ্য শিক্ষানবীশ ডা. সৈয়দ অর্পন রহমান। ট্রেনিং শেষে মায়েদের হাতে এই তথ্যবই প্রদানের মাধ্যমে রংপুরে আনুষ্ঠানিকভাবে মা ও শিশু তথ্যবইয়ের ব্যবহারিক যাত্রা শুরু হয়।
বাংলাদেশে মা ও শিশু স্বাস্থ্য তথ্য বইয়ের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা ড. সাফি ভূইয়া বলেন, এই মহতী উদ্যোগের মাধ্যমে রংপুরের মা ও শিশুদের স্বাস্থ্যসেবার মান ব্যাপকভাবে উন্নত হবে। এই বইয়ের উপযোগিতা সারা দেশে ছড়িয়ে পড়বে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
