শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৩, ১০:০২ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৩, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে মা ও শিশু স্বাস্থ্য বইয়ের পাইলট প্রজেক্ট উদ্বোধন 

মা ও শিশু স্বাস্থ্য বইয়ের পাইলট প্রজেক্ট উদ্বোধন 

সঞ্চয় বিশ্বাস: নিরাপদ গর্ভ ও সন্তান প্রসব এবং প্রসবপরবর্তী মা ও শিশুর সঠিক যত্ন  নিশ্চিত করতে  গত ৮ এপ্রিল বিকেলে রংপুরের গুড হেলথ হসপিটালের কনফারেন্স হলে রংপুর জেলার জন্য মা ও শিশু স্বাস্থ্য বইয়ের পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব টরোন্টোর অধ্যাপক এবং আন্তর্জাতিক মা ও শিশু  তথ্যবই কমিটির সভাপতি ড. সাফি ভূইয়া। 

অনুষ্ঠানে বক্তারা মা ও শিশু স্বাস্থ্য বইয়ের উপযোগিতা, প্রয়োজনীয়তা ও বইটির ভবিষ্যত সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। মা ও শিশু তথ্যবইয়ের প্রথম যাত্রা শুরু হয় জাপানে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। জাপান এই বইটি ব্যবহারের মাধ্যমে তাদের মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমানে বিশ্বের প্রায় ৫৫টি দেশ তাদের নিজের ভাষায় ও সংস্কৃতি অনুযায়ী বইটি তৈরী করেছে এবং সাফল্যের সাথে ব্যবহার করছে। 

প্রধান অতিথি ড. সাফি ভূইয়া বলেন, মা ও শিশু তথ্যবইয়ে মায়ের গর্ভকালীন ও প্রসবপরবর্তী পরিচর্চা, পুষ্টি, টিকা, প্রসব পরিকল্পনা, বিপদচিহ্ন, শিশুর যত্ন, পুষ্টি, টিকা এবং সমসাময়িক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বিস্তারিত চিত্রসম্মলিত তথ্য দেওয়া আছে। যা গর্ভবতী মা ও তার পরিবারকে একটি সফল গর্ভকালীন সময় অতিবাহিত করা এবং  সুস্থ সন্তান জন্মদান ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কার্যকরী নির্দেশিকা হিসেবে সাহায্য করবে। 

ড. সাফি ভূইয়া ২০০২ সালে বাংলাদেশের জন্য সর্বপ্রথম মা ও শিশু স্বাস্থ্যতথ্যবই তৈরী করেন। ২০০৭ সালে দ্বিতীয় সংস্করণ এবং চলতি এপ্রিল মাসে বইটির তৃতীয় সংস্করণ করা হয়, রংপুর ও বান্দরবন জেলায় মা ও শিশু স্বাস্থ্য তথ্যবই পাইলট প্রজেক্টে ব্যবহৃত হবে। ড. সাফি ভূইয়ার কারিগরি নির্দেশনায় বইটির তৃতীয় সংস্করণ সম্পাদনা করেন ডা. মুশতারী মিমি।  ডা. মিমি আন্তর্জাতিক হ্যান্ডবুক কনফারেন্স কমিটির বাংলাদেশ প্রতিনিধি এবং বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল টিউবারকিউলোসিস কনট্রোল প্রোগ্রামে কর্মরত। 

অনুষ্ঠানে রংপুর জেলার সিভিল সার্জন,  ডেপুটি ডিরেক্টর ফ্যামিলি প্লানিং, রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস ও শিশু বিভাগ ও কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ এবং বিভিন্ন এনজিও ও মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়