শিরোনাম
◈ রা‌তে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনা‌লে পিএস‌জি ও চেল‌সি মু‌খ্মেু‌খি ◈ মিটফোর্ড পাথরকান্ড: ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায়?: রিজভী  ◈ ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক! ◈ কান্নাজড়িত কণ্ঠে সদ্য বাবাকে হারানো সোহাগের মেয়ে বলেন, ‘আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো?’ ◈ আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ দুর্ঘটনায় নিহত ফুটবলার জতার সম্মানে ২০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখছে লিভারপুল ◈ চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার, মিরপুরের এডিসি ◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় প্রেমের ফাঁদে ফেলে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী প্রেমিক তানভীর আহমেদ বাধনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের অভিযুক্ত আসামী তানভীর আহমেদ বাধন কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা গ্রামের মো. আবু তাহের এর ছেলে। ভূক্তভোগী ওই নারী মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামের বাসিন্দা। সে চান্দিনা উপজেলা সদরের একটি বাসায় ভাড়ায় বসবাস করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়- প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীর সাথে তানভীর আহমেদ বাঁধন পরকিয়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখায়। গত ২৫ জুন বাসা থেকে ডেকে এনে বিয়ের প্রলোভন দেখিয়ে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম নিয়ে যায় তানভীর। সেখানে একটি বাসায় রেখে তাকে টানা ৯দিন ধর্ষণ করে।

এ ব্যাপারে তানভীর আহমেদ বাধন এর পিতা মো. আবু তাহের জানান- আমি যতটুকু জানি আমার ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। দুইজনের সম্মতিতে গত ২৫ জুন তারা চট্টগ্রাম যায়। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে মেয়ের স্বামীসহ আমরা চট্টগ্রাম থেকে আমরা তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনি। প্রত্যেক পরিবার তাদেরকে শাসনও করেছে। পরবর্তীতে জানতে পারি আমার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- ধর্ষণের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। আসামী পলাতক, গ্রেফতারের চেষ্টা চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়