শিরোনাম
◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ০৩:৩৮ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য, এবার কেউ রেহাই পাবে না: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজের পোশাক আর অভিনয়ের জন্য সব সময়ই থাকেন আলোচনার তুঙ্গে । কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার পর শুরু হয় আরেক নতুন ধারার আলোচনা । গত ১৮ মে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।

মুক্তির পর দীর্ঘ সময় নিজেকে আড়ালে রাখেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে ছিলেন তিনি। ভক্তদের জানিয়েছিলেন, তিনি গুরুতর অসুস্থ, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।

সম্প্রতি আবারও সক্রিয় হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে নিজের নতুন সিনেমা ‘জ্বীন-৩’ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, “অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।” তিনি আরও জানান, “৮ জুলাই বিকেল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি।”

জ্বীন ৩ হলো ২০২৫ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী ভৌতিক চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রযোজনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল আজিজ এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল নূর ও নুসরাত ফারিয়া। পাশাপাশি তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ অভিনয় করেছেন এই সিনেমায় । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়