শিরোনাম
◈ আজও বিদ্যুৎবিহীন জীবন: নিম্নমানের সোলারে বিপাকে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের মানুষ ◈ জুলাই-আগস্ট হত্যায় রাজসাক্ষী হলে মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমার ইঙ্গিত ◈ যেখানেই মব জাস্টিস সেখানেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে: রিজওয়ানা হাসান ◈ চাঁদাবাজির তথ্য মেলেনি, ভাঙারি দোকান দখল নিয়ে দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: বলছে ডিএমপি ◈ মার্কিন শুল্ক হুমকির মুখে বাংলাদেশে কিছু পোশাক অর্ডার স্থগিত করেছে ওয়ালমার্ট ◈ চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরা করা স্বামী ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে কীভা‌বে আস‌লো ফুটব‌লের দেশ ইতালি  ◈ রা‌তে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনা‌লে পিএস‌জি ও চেল‌সি মু‌খ্মেু‌খি ◈ মিটফোর্ড পাথরকান্ড: ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায়?: রিজভী  ◈ ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক!

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য, এবার কেউ রেহাই পাবে না: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজের পোশাক আর অভিনয়ের জন্য সব সময়ই থাকেন আলোচনার তুঙ্গে । কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার পর শুরু হয় আরেক নতুন ধারার আলোচনা । গত ১৮ মে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।

মুক্তির পর দীর্ঘ সময় নিজেকে আড়ালে রাখেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে ছিলেন তিনি। ভক্তদের জানিয়েছিলেন, তিনি গুরুতর অসুস্থ, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।

সম্প্রতি আবারও সক্রিয় হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে নিজের নতুন সিনেমা ‘জ্বীন-৩’ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, “অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।” তিনি আরও জানান, “৮ জুলাই বিকেল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি।”

জ্বীন ৩ হলো ২০২৫ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী ভৌতিক চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রযোজনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল আজিজ এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল নূর ও নুসরাত ফারিয়া। পাশাপাশি তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ অভিনয় করেছেন এই সিনেমায় । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়