শিরোনাম
◈ রা‌তে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনা‌লে পিএস‌জি ও চেল‌সি মু‌খ্মেু‌খি ◈ মিটফোর্ড পাথরকান্ড: ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায়?: রিজভী  ◈ ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক! ◈ কান্নাজড়িত কণ্ঠে সদ্য বাবাকে হারানো সোহাগের মেয়ে বলেন, ‘আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো?’ ◈ আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ দুর্ঘটনায় নিহত ফুটবলার জতার সম্মানে ২০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখছে লিভারপুল ◈ চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার, মিরপুরের এডিসি ◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ১২:২৬ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দখলবাজি-জমি দখল-বালুঘাট দখলকারীদের অন্যায় আমরা ঘাড়ে নিবনা: শামা ওবায়েদ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ইসলাম রিংকু বলেছেন, 'আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের সেবায় থাকেন। এই যে দখলবাজি, এই যে জমি দখল, এই দখল-সেই দখল, বালুঘাট দখল, এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো যদি করেন দলের বদনাম হবে। সেই বদনাম আমি আমার ঘাড়ে নিব না। দলও দলের ঘাড়ে নিবে না। এটা আমার পরিষ্কার কথা।'

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫ টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, 'অন্যায়কে আমি প্রশ্রয় দিব না, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রশ্রয় দেননা, তারেক রহমানও প্রশ্রয় দেয় না, বিএনপিও প্রশ্রয় দেয় না।' সুতরাং, যে অন্যায় করবেন সে নিজ দায়িত্বে করবেন। প্রশাসনকে আমার বলা আছে, সালথা উপজেলায় ও নগরকান্দা উপজেলার প্রশাসনকে আমি অনুরোধ করেছি যে, আমরা এখন বিএনপি সরকারে নেই। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। আমরা যদি বিএনপির কোন নেতা ও কর্মী কোন অনৈতিক কাজ জড়িত হয়। সে যদি আমার কাছের লোকও হয়, বিএনপি'র কাছের লোকও হয়, তাকে আইনের আওতায় আনবেন। এটা আমার পরিষ্কার কথা।'

এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়