স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের ক্লাব দল পিএসজি চলতি মৌসুমে ঘরোয়া শীর্ষ দুই আসর জেতার পর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগও জেতে। ফরাসী জায়ান্টরা হট ফেভারিটের মতন পা রেখেছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে।
রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ফাইনালে আসা পিএসজির তুলনায় যে কারো বিচারে পিছিয়ে থাকবে ইংলিশ ক্লাব চেলসি। তবে খাতা-কলমের হিসাব ফাইনাল ম্যাচে বদলে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চেলসি অধিনায়ক রিস জেমস। প্রতিপক্ষকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'আমরাই জিততে যাচ্ছি!
ব্রাজিলের ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে উঠে চেলসি। এর আগে টুর্নামেন্টের পথচলায় তারা খেলে কার্যকরী ফুটবল। প্রতিশ্রুতিশীল দলটি শিরোপার মঞ্চেও বাজিমাত করতে চায়। অধিনায়ক জেমস তার সতীর্থদের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রকাশ করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে, ব্লুজরা পিএসজির মুখোমুখি হতে বিন্দুমাত্র ভীত নয়।
শনিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে ক্লাব বিশ্বকাপের এই ফাইনাল।