শিরোনাম
◈ ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ ফেব্রুয়ারিতে সংলাপ, দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো ◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন ◈ দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে ◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩, ০৬:২৪ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনন্দ উচ্ছ্বাসে মেট্রোরেলে চড়ল সুবিধাবঞ্চিত শিশুরা

আনন্দ উচ্ছ্বাসে মেট্রোরেলে সুবিধাবঞ্চিত শিশুরা

জেরিন আহমেদ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবসে মেট্রো ট্রেনে চড়ার সুযোগ পেল ৭০ জন এতিম ও পথশিশু। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ শুক্রবার সকালে সুবিধাবঞ্চিত এসব শিশুকে ট্রেনে চড়ার ব্যবস্থা করে। মেট্রোরেলে প্রবেশ করে শিশুরা নানা ধরনের দেশাত্মবোধক গান ও জন্মদিনের স্লোগান দিতে দিতে মেট্রো রেল ভ্রমণ করে। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আবু নাছের জানান, মেট্রোরেলে চড়তে পেরে তারা বেশ আনন্দ পেয়েছে। সকালে উত্তরা (উত্তর) স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেনে চড়ে শিশুরা। উত্তরা (উত্তর) স্টেশনে কাটা হয় কেক। 

ট্রেনে উঠেই ফুর্তিতে মেতে ওঠে মিরপুর সরকারি শিশু পরিবার থেকে আসা আরাফাত, সাজ্জাদ, ফারুক ও জাহিদ। তাদের আনন্দ যেন সব আনন্দকে ছাড়িয়ে যায়। অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফারুক জানায়, খুবই ভালো লাগছে। আজকেই প্রথম উঠলাম। শহরের অনেক কিছু দেখতে পারছি। 

উপসচিব জানান, মেট্রোরেলে চড়া শিশুদের এরপর বিআরটিসির ছাদখোলা দোতলা বাসে করে জাতীয় সংসদ ভবন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার দেখানো হবে।

শিশুদের আনন্দে আনন্দিত তাদের অভিভাবকরাও। তেজগাঁও সরকারি শিশু পরিবারের দায়িত্বে থাকা মেঘলা মিলি জানায়, আজকে বঙ্গবন্ধুর জন্মদিন। জন্মদিন উপলক্ষে যোগাযোগ মন্ত্রণালয় এত সুন্দর আয়োজন করায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শিশুরা মেট্রো রেল সম্পর্কে জানতে পারছে। অনেক কিছু দেখছে। তাদের আনন্দে আমরাও আনন্দিত।

জেএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়