শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৮:৫৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের আগ্রহ মোবাইল স্ক্রিনে, ফেরাতে হবে খেলার মাঠে

মোস্তাকিম স্বাধীন: [২] শিশুদের সুষ্ঠু ও সুন্দর বিকাশের জন্য প্রয়োজন সুস্থ পারিবারিক পরিবেশের সঙ্গে কিছু সামাজিক উপাদান। শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু সংগঠন, সংস্কৃতি চর্চা, খেলার মাঠ ও পাঠাগার কিংবা ক্লাব। কিন্তু এখন আর আগের মতো সবখানে এসব সুবিধা না থাকায় স্কুল থেকে ফিরে শিশুরা বিনোদন খুঁজতে ঘরের মধ্যেই ডুবে থাকছে মোবাইল স্ক্রিনে । 

[৩] জারিফ ও জাফরিন দু’জনের বয়সই ৮-১০ বছরের মধ্যে। রাজধানীর মিরপুর সাউথপয়েন্ট স্কুলের শিক্ষার্থী তারা। তাদের অভিভাবক জাকিয়া ইসলামকে জিজ্ঞেস করা হয়, শিশুরা কতটুকু সময় মাঠে কাটাতে পারছে? উত্তরে তিনি বলেন, এখন বাসার আশেপাশে কোথাও খেলার মাঠ নেই, বাসার সামনে যতটুকু খোলা জায়গা পায় সেখানেই কিছুটা খেলতে পারে। বাকিটা সময়ে ওদের বাসার মধ্যেই থাকতে হচ্ছে ।

[৪] কারণ হিসেবে অভিভাবকরা বলছেন, নিরাপত্তার অভাব, দূষণের অসুস্থতা- এসব শঙ্কার কারণে বাসায় মোবাইলের ভিডিও গেম খেলতে হচ্ছে । 

[৫] শিশুদের পরিপূর্ণ শারীরিক বিকাশের জন্য পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় আবদ্ধ ঘরে কম্পিউটার বা মোবাইল ডিভাইস তাদের চোখ ও শারীরিক ক্ষতি করছে। একথা বলছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম। শহর কিংবা গ্রামে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজন অভিভাবকদেরও সচেতনতা। তিনি বলেন, বাবা-মায়েদের   উচিত শিশুদের  সঙ্গে বেশী সময় দেয়া । 

[৬] ফারজানা ফাইরোজ নামে একজন অভিভাবক বলেন, আমার ছেলের বয়স ১২ বছর। ধুলোবালিতে যেতে পারে না। তাই আমি তাকে বাইরে খেলতে যেতে দেখি না ।

[৭] মোহাম্মদপুর প্রিপারেটরি বয়েজ স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ জানায়, স্কুল থেকে বাসায় যাওয়ার পর কখনো খুব ক্লান্ত লাগে, আবার কখনও টিচারের কাছে পড়া থাকে, তাই বাইরে খেলতে যাওয়া হয় না । 

[৮] বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডা. জেবুন্নেসা বলেন, শিশুর মানসিক ও শারিরীক বিকাশের জন্য খেলাধুলার মাধ্যমে শিশুর সৃজনশীল ও মানসিক বিকাশ ঘটাতে হবে। সূত্র: বাংলা ট্রিবিউন ও প্রথম আলো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়