শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করুণ পরিণতির হুঁশিয়ারি দিলেন মাসুদ কামাল! (ভিডিও)

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, আইনশৃঙ্খলার কিছু কিছু ঘটনা জনমনে অস্বস্তি তৈরি করেছে। সেগুলো কি কোন অজ্ঞাত ঘটনা? সেই ঘটনাগুলোর নায়ক যারা তাদের কি আপনারা চিনেন না? এবং নায়ক যারা তারা কি নিজেদের আড়াল করার চেষ্টা করেছেন? তারা ফেইসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি? তোমরা আসো? আমরা আজকে যাব। বুলডোজার নিয়ে বিভিন্ন স্থাপনা ভাঙবো। ঘটনাতো এগুলোই। 

দেশটিভিতে দেশ সম্প্রতিক টকশোতে তিনি একথা বলেন।

এছাড়াও অনেক বাড়ি ঘর ভাঙ্গা হয়েছে। এগুলোর মালিক কে তা আমরা সবাই জানি। সেগুলো কোন দুনীর্তির প্রতীক হতে পারে।  সেগুলোর অত্যাচারের প্রতীক হতে পারে। সবই হতে পারে। আটা নিয়ে আমার কোন আপত্তি নেই। সেগুলো মানুষের ঘৃনার এতটা লক্ষ্যবস্ত হতে পারে। তাতেও আমার কোন আপত্তি নেই। কিন্তু বিচার করার এখতিয়ার কি তাদের আছে। যারা এই কাজগুলো করেছে? তাহলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? এখন এই ডেভিল হান্ট কি এই লোকগুলোকে ধরবে। তাহলে ডেভিল কারা।  তাহলে কাদেরকে ধরতে বলা হবে।  তারা কারা এরা কি অচেনা কেউ?
 
তিনি বলেন, বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন নামে যেমন অপারেশন ক্লিন হার্ট নামেও এই ধরনের কার্যক্রম হয়েছিল। তাহলে যেখানে যে ঘটনা ঘটছে। সেখানে অবশ্যই একটা থানা আছে। সেই থানার পুলিশ কি  করছে? গাজীপুরের ঘটনা ধরে বলা হলে,  সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপরে হামলা হয়েছে। এটা থামাতে না পারার কারণে সেখানকার পুলিশকে বদলি করা হয়েছে। তাহলে কি বলবো  আইন শৃঙ্খলা সুষ্ঠু আছে?

সূত্র : জনকন্ঠ, দেশটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়