শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেলিটকের বিরুদ্ধে বেআইনিভাবে অর্থ কেটে নেয়ার অভিযোগ

মাজহার মিচেল: বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (৭ জুন) এ অভিযোগ তুলেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা কেন্দ্রে গ্রাহকের কল রিসিভ এর আগেই অর্থ কেটে নিচ্ছে টেলিটক। টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার আতিকুর রহমান নামের এক টেলিটক গ্রাহক বুধবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সংগঠনটি প্রেস বিজ্ঞপ্তি দেয়।

এভাবে সার্ভিস চার্জ কাটা কমিশন আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর পরিপন্থী বলে সংগঠনটি জানিয়েছে।সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের দাবি ছিল কল সেন্টারের কলের চার্জ শূন্য রাখা।

কিন্তু হয়েছে তার উল্টো, গ্রাহক ফোন করার পর ফোন রিসিভ করে সেবা দান করার সময় থেকে সার্ভিস চার্জ নেবার কথা থাকলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের কল সেন্টারে ফোন করার সাথে সাথে এমনকি রিসিভ করার পূর্বেই চার্জ কর্তন করা শুরু করে। উপরক্ত অভিযোগটি নিয়ে টেলিটক কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে সমাধান করতে অনুরোধ করি। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও বিষয়টি এখনো নিষ্পত্তি না হওয়া দুঃখজনক। 

সংগঠনটির তথ্য ও দপ্তর সম্পাদক শেখ ফরিদ জানান, মাত্র ৬০ লাখ গ্রাহককে সেবা দিতে পারছে না টেলিটক। বিটিআরসি যে কয়টি গণ শুনানি হয়েছে এমনকি সাম্প্রতিক সময়ে প্যাকেজ নিয়ে আলোচনা সভাতে ও টেলিটকের গ্রাহকদের অভিযোগ ছিল সবচাইতে বেশি। তারা এ বিষয়টির দ্রুত সমাধানের আহ্বান জানান। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএম/এসএইচবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়