মাজহারুল মিচেল: ঢাকার একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে রোববার এ তথ্য জানান বিসনেজ প্রসেসিং আউটসোর্সিং কোম্পানীর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বছরই প্রথম বিভাগীয় শহর থেকে সম্মেলন শুরু হবে। তিন বছর বিরতির পর ২৩ মে রাজশাহীর নাটোর থেকে শুরু হচ্ছে বিপিও সামিট। এই সম্মেলন উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জুলাই পর্যন্ত সাত বিভাগেই হবে এই সম্মেলন। সর্বশেষ হবে ঢাকায় ২৭/২৮ জুলাই। এ সমাপনী সম্মেলনটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শিডিউলের উপর নির্ভর করছে সমাপনী সম্মেলনের তারিখটি। আর বিভাগীয় সম্মেলনগুলো স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ উদ্বোধন করবেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে বাক্কোর পরিচালক ডা. তানজিবা রহমান জানান, এই সম্মেলনের মাধ্যমে কমপক্ষে এক হাজার তরুণের কর্মসংস্থান করা হবে। আর ১ লাখ মানুষের সাথে সংযোগ স্থাপন করা হবে।
তিনি জানান, বাংলাদেশের প্রায় ৫০টি ইউনিভার্সিটির সকল ছাত্র-ছাত্রীকে এ সম্মেলনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা হবে এবং বিপিও খাত নিয়ে প্রচারণা চালানো হবে। এছাড়াও এ খাতকে নিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে নানান ভুল ধারণা সংশোধন করারও চেষ্টা করা হবে বলেও তিনি জানান।
২০২০ সালে ৭০ শতাংশ ব্যবসা কমলেও এখন এই সঙ্কট কাটিয়ে উঠেছে এই খাত। ফলে নতুন উদ্যোমে এগিয়ে গিয়ে ২০২৫ সালের মধ্যে বিপিও শিল্পখাত থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার আয় হবে। নতুন করে কর্ম সংস্থান হবে ১ লাখ মানুষের। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
এমএম/এসএইচবি/এসবি২