শিরোনাম
◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অব্যবহৃত ডাটা-টকটাইম নতুন প্যাকেজের সঙ্গে সমন্বয়ের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

মাজহার মিচেল: বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। 

এ সময় সংগঠনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী এবং বিটিআরসি থেকে গ্রাহকদের অব্যবহৃত ডাটা ফেরত দিয়ে নতুন প্যাকেজের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি কোন মোবাইল অপারেটর। সমন্বিত ডাটা ও টকটাইমের ব্যালেন্স শিট মেসেজ করে গ্রাহকদের জানানোরও আহ্বান জানান তিনি। এছাড়াও সকল বান্ডেল প্যাকেজ বাতিল করে গ্রাহকদের ইচ্ছামত প্যাকেজ বানানোর স্বাধীনতা দেয়ারও তিনি দাবি জানান।

মহিউদ্দীন আহমেদ আরো বলেন, আমরা লক্ষ্য করছি, অপারেটরের কতিপয় কর্মকর্তা কর্মচারির সিন্ডিকেটের কারণে গ্রাহক প্রিমিয়াম সিরিজের সিম কিনতে পারছেন না। গ্রাহক কাষ্টমার কেয়ারে সিম কিনতে গেলে জানানো হয়, এমন সিরিজের সিম তাদের কাছে ষ্টকে নেই। অথচ, অনলাইনে তাদের তৈরি বিভিন্ন গ্রুপে এ্যাড দিয়ে তা বিক্রি করে থাকেন তারা। যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এবং বিটিআরসি এর নির্দেশনার পরিপন্থী। পাশাপাশি অনেক গ্রাহক এভাবে অনলাইনে সিম কিনতে গিয়ে প্রতারিতও হয়ে থাকেন। এ সকল কালোবাজারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়