শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটারে আসছে আয়ের নতুন সুযোগ আসছে

টুইটার

সঞ্চয় বিশ্বাস: কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ করে দিলো ইলন মাস্ক। টুইটার বিজ্ঞাপনী আয়ের অংশ থেকে নির্দিষ্ট অর্থ দেবে কনটেন্ট নির্মাতাদের। নতুন এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীদের যেসব কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হবে, সেগুলো থেকে আয়ের নির্দিষ্ট অংশ কনটেন্ট নির্মাতাদের দেবে খুদে ব্লগ লেখার সাইটটি। ফলে ফেসবুক, ইউটিউব, টিকটকের আদলে টুইটারেও বিভিন্ন কনটেন্ট পোস্ট করে আয় করা যাবে। তবে যারা অর্থের বিনিময়ে নীল বা ব্লু টিক ব্যবহারকারীরাই কেবল এ সুযোগ পাবেন। সূত্র: কয়েনগ্যাপ।

শুক্রবার এক টুইটে মাস্ক ঘোষণা দিয়েছেন যে, যেসব ব্যবহারকারীরা ব্লু টিক সাবস্ক্রাইব করেছেন তাদের পোস্টে বিজ্ঞাপন দেখানো হলে তার থেকে টাকা পাবেন তারা। তিনি লেখেন, আজ থেকে টুইটার ক্রিয়েটরদের রিপ্লাই থ্রেডে প্রদর্শিত বিজ্ঞাপনের আয় ভাগ করে নেবে ব্যবহারকারীদের সঙ্গে৷ তবে এ বিজ্ঞাপনের টাকা পেতে হলে অ্যাকাউন্টটি টুইটার ব্লু টিক সাবস্ক্রাইব করা থাকতে হবে।

তার এই ঘোষণার পর টুইটার ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন৷ মাস্কের পোস্টে অনেক ব্যবহারকারী তাদের মতামত প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছেন, টুইটারে কতটা টাকা দেয়া হবে৷ অন্য একজন প্রশ্ন করেছেন, এটা আদতে কেমন হবে?

সম্প্রতি বিজ্ঞাপন গবেষণা সংস্থা স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্স (এসএমআই) জানিয়েছে, গত ডিসেম্বরে আগের বছরের তুলনায় টুইটারে বিজ্ঞাপন কমেছে প্রায় ৭১ শতাংশ। গত নভেম্বরে কমেছে প্রায় ৫৫ শতাংশ।

এসবি২/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়