শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক প্রোফাইল থেকে সরছে ধর্মীয়-রাজনৈতিক অপশন 

ফেসবুক

এ্যানি আক্তার: ফেসবুকে ব্যক্তি পরিচিতি অংশ (প্রোফাইল) থেকে সরানো হচ্ছে রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের অপশনগুলো। প্রোফাইলের ‘ইন্টারেস্টেড ইন’ অপশন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলতে যাচ্ছে অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরিবর্তন আসছে। নতুন এ ঘোষণার ফলে ফেসবুকের ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাসের অপশনগুলো আর প্রোফাইলে দেখা যাবে না। কয়েক হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পরই ফেসবুক এসব পরিবর্তনের কথা জানাল।

বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে এ খবর জানাচ্ছে ফেসবুক। ১ ডিসেম্বর থেকে ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না। আর বাকি যেসব তথ্য প্রোফাইলে আছে, তা থাকবে। তবে কেন ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’প্রোফাইলে থাকবে না, তার ব্যাখ্যা ফেসবুক দেয়নি।

এত দিন ব্যবহারকারী রাজনৈতিক ও ধর্মবিশ্বাসের মতো ব্যক্তিগত তথ্য-উপাত্ত ফেসবুকের ‘ইন্টারেস্টেড ইন’ক্যাটাগরিতে শেয়ার করার সুযোগ পেতেন। ফেসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইটকে বলেছেন, ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে এসব পরিবর্তন আনা হচ্ছে।

গেল সপ্তাহে মেটা জানিয়েছে, তাদের কোম্পানির ১১ হাজার কর্মীকে ছাঁটাই করবে। এ সংখ্যা ফেসবুকের কর্মীসংখ্যার ১৩ শতাংশ। নানা কারণে ব্যয় বেড়ে যাওয়ায় বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে মেটা। তাই কোম্পানিটি কর্মী কমানোর জন্য জন্যই ছাঁটাইয়ের পথে হাঁটছে। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়