শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক প্রোফাইল থেকে সরছে ধর্মীয়-রাজনৈতিক অপশন 

ফেসবুক

এ্যানি আক্তার: ফেসবুকে ব্যক্তি পরিচিতি অংশ (প্রোফাইল) থেকে সরানো হচ্ছে রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের অপশনগুলো। প্রোফাইলের ‘ইন্টারেস্টেড ইন’ অপশন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলতে যাচ্ছে অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরিবর্তন আসছে। নতুন এ ঘোষণার ফলে ফেসবুকের ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাসের অপশনগুলো আর প্রোফাইলে দেখা যাবে না। কয়েক হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পরই ফেসবুক এসব পরিবর্তনের কথা জানাল।

বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে এ খবর জানাচ্ছে ফেসবুক। ১ ডিসেম্বর থেকে ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না। আর বাকি যেসব তথ্য প্রোফাইলে আছে, তা থাকবে। তবে কেন ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’প্রোফাইলে থাকবে না, তার ব্যাখ্যা ফেসবুক দেয়নি।

এত দিন ব্যবহারকারী রাজনৈতিক ও ধর্মবিশ্বাসের মতো ব্যক্তিগত তথ্য-উপাত্ত ফেসবুকের ‘ইন্টারেস্টেড ইন’ক্যাটাগরিতে শেয়ার করার সুযোগ পেতেন। ফেসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইটকে বলেছেন, ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে এসব পরিবর্তন আনা হচ্ছে।

গেল সপ্তাহে মেটা জানিয়েছে, তাদের কোম্পানির ১১ হাজার কর্মীকে ছাঁটাই করবে। এ সংখ্যা ফেসবুকের কর্মীসংখ্যার ১৩ শতাংশ। নানা কারণে ব্যয় বেড়ে যাওয়ায় বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে মেটা। তাই কোম্পানিটি কর্মী কমানোর জন্য জন্যই ছাঁটাইয়ের পথে হাঁটছে। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়