শিরোনাম
◈ চালের দাম নিয়ন্ত্রণে সরকারের ৩টি উদ্যোগ: সংগ্রহ, আমদানি ও খাদ্য বিতরণ কর্মসূচি ◈ নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বিতরণে দ্বিধা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ব্যর্থতা: সারজিস আলম ◈ নোংরামি করবেন না, নির্বাচনে সুষ্ঠু ও অবাধভাবে অংশগ্রহণ চাই: তামিম ইকবাল ◈ বাংলাদেশ ভারতের সম্পর্ক অবনতির কারণ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা ◈ আখতারের ওপর ডিম ছুঁড়তে বিকাশে টাকা প্রেরণ, অবশেষে ধরা মোজাম্মেল ◈ কেউ ফাউল করার নিয়তে মাঠে নামবেন না: সিইসি ◈ ভারত-চীন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে জেন-জি বিক্ষোভ কীভাবে রক্তাক্ত হয়ে উঠল ◈ তারেক রহমান দেশে আসবেন যে মুহূর্তে উনার সব লিগ্যাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ বিএনপি মনোনয়ন যুদ্ধে সামনে এসেছেন প্রয়াত নেতাদের সন্তানরা, বঞ্চিত ত্যাগী কর্মীরা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপে এখন খুব সহজে কল রেকর্ড করা যাবে, জেনে নিন উপায়

হোয়াটসঅ্যাপ চ্যাটিং ও কথা বলার জন্য বহুল প্রচলিত একটি অ্যাপস। তবে দীর্ঘদিন যাবৎ অ্যাপসটি দিয়ে কথা বললেও কল রেকর্ডি করা সম্ভব ছিলোনা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার নিয়ে এসেছে এক নতুন সুখবর। কল রেকর্ডিং নিয়ে দীর্ঘদিন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন ব্যবহারকারীরা, বিশেষ করে যখন সাধারণ কল বা ভিডিও কনভার্সেশনের সময় রেকর্ডের প্রয়োজন হতো। এই সমস্যার সমাধানে চলে এসেছে একটি বিশেষ মোবাইল অ্যাপ — ‘Call Recorder (Early Access)’। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

যেভাবে কাজ করবে:

১. প্রথমে প্লে স্টোর থেকে Call Recorder (Early Access) অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

২. এরপর অ্যাপ চালু করার পর গ্রান্ড পারমিশন নামে একটি অপশন আসবে। এটা দেওয়ার পর আরও কিছু পারমিশন দিতে হবে। এছাড়া প্রয়োজনীয় টার্মস অ্যান্ড কন্ডিশনস গ্রহণ ও প্রয়োজনীয় পারমিশন (মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন, রেকর্ডিং) দিতে হবে। 

৩. সবশেষ রেকর্ডিং অপশন নামে একটি অপশন আসবে সেটা চালু করে দেওয়ার পর, এক্সক্লুড অ্যাপ নামে আরেকটি অপশনে ক্লিক করার পর রিকুয়েষ্ট দ্যা পারমিশন অপশন চালু বাকি পারমিশন দিয়ে দিলেই কাজ শেষ। 

এবার চাইলে খুব সহজেই দুপাশের কথা-সহ কল রেকর্ডিং করা যাবে। রেকর্ড করার পর অ্যাপসে প্রবেশ করে সমস্ত কিছু দেখতে পারবেন। কলটি কখন রেকর্ড করা হয়েছে, কত মিনিট রেকর্ড হয়েছে ইত্যাদি সবকিছুই দেখা যাবে।

তবে এই অ্যাপসটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। অ্যাপটি সব ফোনে সমানভাবে কাজ নাও করতে পারে। 

ভিডিও রেকর্ড যেভাবে: অ্যাপসটি দিয়ে আপনি চাইলে ভিডিও কলও রেকর্ড করতে পারেন। এক্ষেত্রে আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডার চালু করে রেকর্ড করলেই হবে। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়