শিরোনাম
◈ অবশেষে আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক ◈ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা ◈ তিন পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি ◈ ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত ◈ এক ম্যাচ হাতে রেখেই নেদারল‌্যা‌ন্ডসের বিরু‌দ্ধে  সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ১১:৪৭ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া ট্রেডিং ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ২.১৫ কোটি রুপির প্রতারণা!

হোয়াটসঅ্যাপ ও ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতে সংঘটিত একটি সাইবার প্রতারণার ঘটনায় দুই ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। বেঙ্গালুরুর ওই দুই ব্যক্তি মাত্র কয়েক মাসেই প্রায় ২.১৫ কোটি রুপি হারিয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতারণার এই পুরো চক্রটি পরিচালিত হয়েছে সামাজিকমাধ্যম এবং দেখতে বাস্তব শেয়ারবাজার ড্যাশবোর্ডের মতো ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে।

প্রথম ঘটনায়, ৪৮ বছর বয়সী ব্যবসায়ী রেড্ডি ফেসবুকে ‘আশমিতা তিওয়ারি’ নামের এক নারীর সঙ্গে পরিচিত হন, যিনি নিজেকে মুম্বাইয়ের বার্কলেজ ইনভেস্টমেন্ট ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন। তিনি রেড্ডিকে একটি বিনিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করতে বলেন এবং ‘ক্যাটালিস্ট কাস্টমার সার্ভিস’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন।

সেই গ্রুপে প্রায়ই বিনিয়োগে লাভের স্ক্রিনশট ও বাজার পরামর্শ শেয়ার করা হতো। এতে প্রভাবিত হয়ে রেড্ডি তিন মাসে বিভিন্ন অ্যাকাউন্টে মোট ১.৫৪ কোটি রুপি পাঠিয়ে দেন। কিন্তু টাকা ফেরত তুলতে গেলে দেখা যায়, তাকে ব্লক করে দেওয়া হয়েছে।

একই ধরনের আরেক প্রতারণার শিকার হন বিজয়নগরের ৩০ বছর বয়সী প্রকৌশলী রনদীপ এস। তিনি ‘ইন্ডিয়া স্টক হাব১২’ নামের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।

প্রথমে ৩.৫ লাখ রুপি বিনিয়োগ করে ৯০ হাজার রুপি ফেরত পান—যা ছিল প্রতারকদের বিশ্বাস অর্জনের কৌশল। পরে দুই মাসে মোট ৬১.৩ লাখ রুপি বিনিয়োগ করে তিনিও প্রতারিত হন।

সাইবার জালিয়াতির এমন পদ্ধতিগুলো দিনে দিনে আরও বাস্তব ও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। তাই বিশেষজ্ঞরা অনলাইনে যেকোনো ধরনের বিনিয়োগে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়