মুসবা তিন্নি: [২] আগামী ৭ নভেম্বর জেনেভায় ক্রিস্টির সবচেয়ে বড় বিরল উজ্জ্বল নীল হীরাটি ৫০ মিলিয়নে পর্যন্ত বিক্রি হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছে হীরাটির নিলামকারী ক্রিস্টি। সূত্র: সিএনএন
[৩] ‘ব্লু রয়্যাল’ নামে পরিচিত এই নীল হীরাটি একটি রিংয়ে বসানো আছে-এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বিরলতম হীরাগুলোর মধ্যে একটি। ১৭.৬ ক্যারেটের এই বিশালাকার হীরাটি মূলত তার প্রাকৃতিক বিশুদ্ধ গাঢ় নীল রং এবং আকারের জন্যই বেশি আকর্ষণীয় ।
[৪] ২০১৬ সালে ক্রিস্টি আরেকটি বিরল ১৪.৬ ক্যারেটের নীল হীরা বিক্রি করেছিলো যেটির নাম ছিলো ‘ওপেনহাইমার ব্লু’ সে সময় এটি ৫৭ মিলিয়নে বিক্রি করেছিলেন। সম্পাদনা: এম খান