শিরোনাম
◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস ◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ ◈ শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড় ◈ সেপ্টেম্বরের ৬ দিনে এলো ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিটেন্স  ◈ পাকিস্তানে ক্রিকেট মা‌ঠে  বোমা হামলা, নিহত ১ ◈ কিশোরগঞ্জে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা,ধর্ষক গ্রেফতার  ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আসতে পারে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার 

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০১:১২ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৩ হাজার বছরের পাথরে নিয়ান্ডারথালের ‘আঙুলের ছাপ’ ও মুখের প্রতীক, বলছেন গবেষকেরা

সিএনএন: গভীর গুহার স্তরে মাটি খুঁড়ছিলেন প্রত্নতত্ত্ববিদেরা। হঠাৎ এক পাথরে লাল রঙের গোল দাগ। খালি চোখে দেখলে মনে হতে পারে— কোনো শিশু হয়তো খেলার ছলে রঙ লাগিয়ে রেখেছে। কিন্তু সেই পাথরের বয়স প্রায় ৪৩ হাজার বছর!

স্পেনের সেগোভিয়া এলাকার সান লাসারো গুহায় ২০২২ সালের জুলাই মাসে পাওয়া যায় পাথরটি। গবেষক দলের নেতৃত্বে ছিলেন কমপ্লুতেন্সে ইউনিভার্সিটি অব মাদ্রিদের প্রাগৈতিহাসিক অধ্যাপক মারিয়া দে আন্দ্রেস হেররো। তার ভাষ্য, পাথরটি দেখে প্রথমে আমরা অবাক হই! মনে হচ্ছিল যেন কারো মুখের অবয়ব।

পাথরটির অবস্থান ছিল গুহার ১ দশমিক ৫ মিটার নিচে। ধারণা করা হচ্ছে, কাছের কোনো এক নদী থেকে তুলে এনে পাথরটি গুহায় রাখা হয়েছিল। এর কার্যকর কোনো ব্যবহার না থাকলেও, এর লালচে দাগ গবেষকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

পরে সেই দাগে আঙুলের ছাপ রয়েছে কি না তা জানতে গবেষকরা দ্বারস্থ হন স্পেনের ফরেনসিক পুলিশের। এ ধরনের পুরনো চিহ্ন শনাক্ত করা আইনশৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞতায় নতুন সংযোজন।

আধুনিক মাল্টিস্পেকট্রাল বিশ্লেষণ পদ্ধতিতে পুলিশের প্রযুক্তি বিভাগ নিশ্চিত করে— ছাপটি মানুষের আঙুলের এবং তা এক প্রাপ্তবয়স্ক নিয়ান্ডারথালের (জার্মানির নিয়ান্ডার উপত্যকায় বসবাসকারী বিলুপ্ত মানব জাতি)।

পরীক্ষায় উঠে আসে, আঙুলের ডগায় লালচে ওকার রঙ লাগানো ছিল, যা দিয়ে পাথরের ওপর চিহ্ন রাখা হয়েছিল। গবেষকদের ধারণা, পাথরের ফাটল ও গড়ন ছিল মুখের মতো। আর সেই লাল দাগটি হয়তো নাকের অবস্থান বোঝাতে দেয়া হয়েছিল। অর্থাৎ এটি ছিল মানুষের প্রতীকী মুখ।

ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্যালিওলিথিক গবেষক পল পেটিট বলেন, এই আবিষ্কার নিয়ান্ডারথালদের চিন্তাশক্তি ও শিল্পবোধের প্রমাণ।

এখন গবেষকদের নতুন লক্ষ্য— এই ধরনের আরো নিদর্শন খুঁজে বের করা, যাতে ভবিষ্যতে ফরেনসিক প্রযুক্তির সাহায্যে আরো অনেক ইতিহাসের জানালা খোলা সম্ভব হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়