শিরোনাম
◈ সেই জামায়াত নেতাকে বিতর্কিত মন্তব্যের জেরে অব্যাহতি  ◈ হাটহাজারিতে মাদ্রাসা অবমাননার অভিযোগ কেন্দ্র করে যেভাবে সংঘর্ষ শুরু ◈ সংবিধানের পরিবর্তন হলে আইনগত জটিলতা সৃষ্টি হবে: সালাহউদ্দিন আহমেদ ◈ লোহিত সাগরে কেবল কাটা, মধ্যপ্রাচ্য ও দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট ◈ গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল সরকার ◈ ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ প্রাথমিকের ছুটি কমছে, সাপ্তাহিক ছুটি থাকছে দুদিন ◈ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ আনাসের রক্তে শরীর ভেসে গিয়েছিল, ট্রাইব্যুনালে মায়ের জবানবন্দি ◈ ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকায় ধরা পড়ল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ হলো ব্ল্যাক মাম্বা!

সোমবার স্থানীয় এক বাসিন্দা বাড়ির আউটবিল্ডিংয়ে বিষাক্ত সাপটিকে দেখতে পেয়ে দ্রুত রিঅ্যাকশন ইউনিট দক্ষিণ আফ্রিকা (RUSA)-এর অপারেশন সেন্টারে যোগাযোগ করেন। সাড়া পেয়ে সেখানে পৌঁছান RUSA সদস্য এনকোসিনাথি এনডাবা। 

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ হলো ব্ল্যাক মাম্বা। কিং কোবরার পর এটি পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত সাপ। দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটালের ওসিনডিসওয়েনি এলাকায় একটি বাড়ির প্রাঙ্গণ থেকে একটি ব্ল্যাক মাম্বা সাপ ধরা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ২.২ মিটার।

ঘটনাস্থলে পৌঁছে তিনি একটি আলমারির পেছনে লুকিয়ে থাকা সাপটিকে খুঁজে পান। কোনো ঝামেলা ছাড়াই সেটিকে নিরাপদে ধরতে সক্ষম হন। ধৃত সাপটিকে চিকিৎসা পরীক্ষার জন্য একটি রেপটাইল পার্কে হস্তান্তর করা হবে। পরে প্রাকৃতিক পরিবেশে মুক্তি দেওয়া হবে।

বিশ্বের সবচেয়ে পাঁচটি বিষাক্ত সাপের মধ্যে এই সাপটি নিজের জায়গা করে নিয়েছে। ব্ল্যাক মাম্বা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ। একটি পূর্ণ বয়স্ক ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য গড়ে প্রায় ২.৫ মিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ৪.৩ মিটার।

এই প্রজাতির সাপটি আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া, বতসোয়ানা, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, অ্যাঙ্গোলা, নামিবিয়া, কঙ্গো, মালাউই, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকায় ব্ল্যাক মাম্বা দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়