শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করছে বরিশাল

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে ঢাকা পর্বে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভার খেলায় ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে লিটন দাসের দল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্লে-অফের খেলা নিশ্চিত করতে ১৪১ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করছে ফরচুন বরিশাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান।

এর আগে, ব্যাট করতে নেমে ধীর গতিতে শুরু করে কুমিল্লার দুই ওপেনার। সুনিল নারাইন ১৮ বলে ১৬ ও অধিনায়ক লিটন কুমার দাস করেন ১২রান। এরপর ব্যাটে এসে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। তবে মাহিদুল ইসলাম অঙ্কন তাওহীদ হৃদয়কে সঙ্গ দিতে না পারলেও মঈন আলী এসে যোগ্য সঙ্গ দেন হৃদয়কে।

হৃদয় ২৬ বলে ২৫ রানে আউট হলে মঈন আলীও বেশি দূর এগিয়ে নিতে পারেননি দলকে। তিনি ২২ বলে ২৩ রান করে সৌম্য সরকারের বলে আউট হন। এদিন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলও ব্যাটে আলো ছড়াতে পারেনি। ১১ বলে ১৪ রানে ফেরেন তিনি। বাকিরা আসা-যাওয়ার মধ্য দিয়ে উইকেট হারায়।

সর্বেশেষ জাকির আলীর ঝড়ো ব্যাটিং শুরু করেন। জাকিরের ১৬ বলে ৪ ছক্কা ও দুই চারে অপরাজিত ৩৮ রানে ভর করে ১৪০ রানের লড়াকু পুঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বরিশালের হয়ে তাইজুল ইসলাম শিকার করেন ৩ উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন ও ওবেদ ম্যাকয় শিকার করেন দুটি করে উইকেট। এছাড়া এক উইকেট নেন আকিভ জাভেদ।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়