শিরোনাম
◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করছে বরিশাল

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে ঢাকা পর্বে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভার খেলায় ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে লিটন দাসের দল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্লে-অফের খেলা নিশ্চিত করতে ১৪১ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করছে ফরচুন বরিশাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান।

এর আগে, ব্যাট করতে নেমে ধীর গতিতে শুরু করে কুমিল্লার দুই ওপেনার। সুনিল নারাইন ১৮ বলে ১৬ ও অধিনায়ক লিটন কুমার দাস করেন ১২রান। এরপর ব্যাটে এসে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। তবে মাহিদুল ইসলাম অঙ্কন তাওহীদ হৃদয়কে সঙ্গ দিতে না পারলেও মঈন আলী এসে যোগ্য সঙ্গ দেন হৃদয়কে।

হৃদয় ২৬ বলে ২৫ রানে আউট হলে মঈন আলীও বেশি দূর এগিয়ে নিতে পারেননি দলকে। তিনি ২২ বলে ২৩ রান করে সৌম্য সরকারের বলে আউট হন। এদিন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলও ব্যাটে আলো ছড়াতে পারেনি। ১১ বলে ১৪ রানে ফেরেন তিনি। বাকিরা আসা-যাওয়ার মধ্য দিয়ে উইকেট হারায়।

সর্বেশেষ জাকির আলীর ঝড়ো ব্যাটিং শুরু করেন। জাকিরের ১৬ বলে ৪ ছক্কা ও দুই চারে অপরাজিত ৩৮ রানে ভর করে ১৪০ রানের লড়াকু পুঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বরিশালের হয়ে তাইজুল ইসলাম শিকার করেন ৩ উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন ও ওবেদ ম্যাকয় শিকার করেন দুটি করে উইকেট। এছাড়া এক উইকেট নেন আকিভ জাভেদ।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়