স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউ পর্বে রিয়ালের মুখোমুখি হবে জার্মান ক্লাব লাইপজিগ। শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়ালের হয়ে খেলতে পারবে না জুড বেলিংহ্যাম। ইনজুরির কারণে প্রথম খেলাই মিস করবেন এই ইংলিশ তারকা। ধারণা করা হচ্ছে আগামী তিন সপ্তাহ স্প্যানিশ শক্তিশালী ক্লাবটির হয়ে খেলতে পারবেন না এই ইংলিশ তারকা।
মঙ্গলবার শেষ ষোলোর এই ম্যাচটি লাইপজিগের মাঠে অনুষ্ঠিত হবে রাত ২টায়। গত শনিবার লা লিগার জিরোনার বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন বেলিংহ্যাম। ম্যাচের ৫৭ মিনিটে তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। এই ম্যাচে জিরোনাকে ৪-০ গোলে হারালেও বেলিংহ্যামের ইনজুরিতে বড় দুঃসংবাদ পায় রিয়াল। সূত্র: জাগোনিউজ
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি বলেন, যারা এখানে নেই আমরা তাদের (খেলোয়াড়দের) কথা ভাবি না। যারা আছে তাদের নিয়ে চিন্তা করাটাই বেশি যুক্তিযুক্ত। বেলিংহ্যাম ছাড়া আমরা এই মৌসুমে চারটির মধ্যে চারটি ম্যাচ জিতেছি।
আপনার মতামত লিখুন :