স্পোর্টস ডেস্ক: মুমিনুল হক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটার। বাঁমহাতি অর্থডক্স বোলিংও করে থাকেন তিনি। সর্বশেষ বিপিএল খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ২০২১-২২ মৌসুমে। এরপর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অবিক্রিত ছিলেন তিনি।
তবে দীর্ঘ বিরতির পর বিপিএলের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর। সূত্র: কালেরকন্ঠ
মুমিনুলের গায়ে সেঁটে দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেটারের তকমা। তবে নিজেকে একজন ক্রিকেটার হিসেবেই ভাবেন তিনি। মুমিনুল হক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি শুধুই টেস্ট ক্রিকেটার নই। আমার পরিচয় আমি ক্রিকেটার।
সব সংস্করণের যোগ্য মনে করেন বলেই কি না মমিনুল বিপিএল শুরুর আগে মিরপুরের ইনডোরে সাদা বলে প্রস্তুতিও নিয়েছেন।
এফএ/আইএফ