শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা টেস্টে স্পিন যুদ্ধের আভাস দিলেন টিম সাউদি

সাঈদুর রহমান: সিলেট টেস্টে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে পুরোপুরি স্পিন অ্যাটাক পিচ না হলেও, ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে স্পিনাররা। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে। যাকে স্পিনারদের স্বর্গ বলা হয়ে থাকে সবসময়। তাই ঢাকা টেস্টে আরো একবার স্পিন যুদ্ধের আভাস দেখছেন কিউই অধিনায়ক টিম সাউদি। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

সাউদি বলেন, আপনি যখন এখানে খেলতে আসবেন, তখন আশা করবেন স্পিনাররা এখানে মূল ভূমিকা পালন করবে। আমরা প্রথম টেস্টে যেমনটা দেখেছি এবং আমরা আশা করছি দ্বিতীয় টেস্টেও একইরকম হবে। সব মিলিয়ে আমার মনে হয় প্রথম টেস্টে কাইল (জেমিসন) অনেক সুযোগ তৈরি করেছিল। তাই আমরা ভালো কিছুর আশা করছি এবং এমনকি এই কন্ডিশনেও সে ভয়ঙ্কর হতে পারে। 

তিনি বলেন, সিলেট টেস্টে পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক। কিন্তু এখানে ভালো ক্রিকেট খেলার সুযোগ আছে। ভিন্ন ধরনের উইকেটে খেলা হবে। এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং সেরা সুযোগ কাজে লাগাতে হবে আমাদের। আমরা এর জন্য প্রস্তুত। এখানে খেলতে আসা সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা সামনের পাঁচদিনের দিকে তাকাতে চাই।

স্পিন নির্ভর মিরপুরে পিচে লেগ-স্পিনার ইশ সোধির ভূমিকা কেমন হতে পারে— এমন প্রশ্নে কিউই অধিনায়ক বলেন, টেস্টে সে ভালো করেছে এবং ওয়ানডেতেও তার সাফল্য আছে। কিন্তু আমরা বোলিং গ্রুপ হিসেবে প্রথম টেস্টের চেয়ে ভালো পারফরম্যান্স করতে চাই এবং চাপ তৈরি করতে চাই। আমরা জানি এখানে স্পিন বড় ভূমিকা রাখে, আমার মনে হয় আমাদের আরও দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে। সম্পাদনা: তারিক আল বান্না


এসআর/টিএবি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়