ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রূপপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। সাইফুজ জামান পিন্টু এক সময় পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। আটকের সময় তিনি বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মুসলিমা বেগম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই আত্মগোপনে চলে গেছেন। কিন্তু আমার স্বামী কোনো মামলায় জড়িত ছিলেন না, তাই আত্মগোপনে যাননি। তিনি পাকশীতেই ছিলেন এবং নিয়মিত ইউনিয়নের কাজ চালিয়ে যাচ্ছিলেন। অথচ হঠাৎ করেই পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে গেল।’
তবে কোন অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন রিসিভ হয়নি।