শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লো পাকিস্তানি মেয়েরা

সাঈদুর রহমান: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়েছিলো পাকিস্তানের মেয়েরা। মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের ১০ রানে হারিয়ে সিরিজ জিতেছে সফরকারীরা। এই নিয়ে দেশে বাইরে চতুর্থ সিরিজ জিতলো দ্য গ্রিন ম্যানরা। এছাড়া নিউজিল্যাল্ডের মাটিতে যা প্রথমবার।

মঙ্গলবার নিউজিল্যান্ডের ডারেডিনে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো স্বাগতিরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে কিউইদের ১৩৮ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১২৭ রান তোলে নিউজিল্যান্ডের মেয়েরা। এতে ১০ রানে জয় পায় সফরকারীরা।

গত মাসে আগেই বাংলাদেশের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছিলো পাকিস্তান। সেই হারের ধাক্কা কাটিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে তারা। টি-টোয়েন্টিতে এ নিয়ে প্রতিপক্ষের মাঠে মাত্র চারবার সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান নারী দল। ২০১৪ সালে প্রথম জেতে বাংলাদেশে, ২০১৮ সালে শ্রীলঙ্কায়, সে বছরই অক্টোবরে আবার বাংলাদেশকে হারিয়েছিলো পাকিস্তান।

এদিন ডানেডিনে প্রথমে ব্যাট করে মুনিবা আলী (৩৫), আলিয়া রিয়াজ (৩২*) ও বিসমাহ মারুফের (২১) কল্যাণে ১৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে ১২৭ রানে থামে হোয়াইট ফার্নস। রান তাড়া করতে নেমে ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন হান্নাহ রোয়ের।  

গত ম্যাচের মতো এই ম্যাচেও সেরা বোলার ফাতিমা সানার, ২২ রানে নেন ৩ উইকেট। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৯ ডিসেম্বর। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়