সাঈদুর রহমান: বিশ্বকাপের বিমানে ওঠার আগে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, সেমিফাইনাল খেলার জন্য যা যা অস্ত্র দরকার সব কিছু নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছি। তবে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে ভারত বিশ্বকাপে তা হাড়ে হাড়ে টের পেয়েছন হাথুরসিংহে। দলের ব্যর্থতা তো আছে, তার মধ্যে স্পিনার নাসুম আহমেদকে চড় মেরে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। সব কিছুর কারণ জানতে তিন সদস্যের কমিটিও গঠন করেছে বিসিবি। এসব নিয়ে কথা বলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
মঙ্গলবার ফেসবুকে এক লাইভে পাইলট বলেন, আমি শুনেছি, বিশ্বকাপের সময় নাকি নাসুমের গায়ে হাত তোলা হয়েছে। যদি কোচ নাসুমের গায়ে হাত দিয়েই থাকেন, তাহলে এটা অনেক বড় অন্যায়ের কাজ করেছেন হাথুরুসিংহে। কারণ কারো গায়ে কেউ হাত দেওয়ার অধিকার রাখে না, সেটা যে-ই হোক না কেন। আমি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি, কখনো শুনিও নেই এমন ঘটনার কথা। যদি তিনি (হাথুরুসিংহে) এমনটা করে থাকেন, তাহলে এটা জাতীয় দলের ওপর বড় একটা প্রভাব পড়বে। সূত্র: ফেসবুক
অন্যদিকে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জেরে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা নিয়েও মন্তব্য করেছেন পাইলট। তিনি বলেন, যখন নিজেদের মানুষদের মধ্যেই আপনি তদন্ত কমিটি গঠন করবেন, তখন কেউই কিন্তু মন খুলে কথা বলবে না। বিশ্বকাপ ব্যর্থতার আসল রূপটা বের হয়ে আসবে না। কারণ সবাই আসল ঘটনাটা বলতে কিছুটা দ্বিধায় পরবে। ফলে কি আমাদের আসল সমস্যার সমাধান হবে? তাই আমি মনে করি, দেশের ক্রিকেটের উন্নতির জন্য নিরপেক্ষ কোন তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল। সম্পাদনা: তারিক আল বান্না