সাঈদুর রহমান: সিলেট টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দেড় বছর পর দলে ফেরা নাঈম হাসান। দুই ইনিংসে তিন উইকেট নিয়ে কিউইদের চাপে রেখেছিলো এই টাইগার স্পিনার।
তবে ঢাকা টেস্টের আগেই দুঃসংবাদ পেলেন নাঈম। বুধবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষ টেস্ট। এ ম্যাচে শান্ত-মিরাজদের সামনে থাকছে সিরিজ জয়ের হাতছানি।
এর আগে টাইগারদের জন্য অস্বস্তিই হয়ে এসেছে নাঈম হাসানের আঙুলে চোট। মঙ্গলবার অনুশীলনে ব্যাটিং করার সময় আঙুলে আঘাত পান তিনি। তখন তার তর্জনী থেকে রক্তও পড়তে দেখা যায়। এরপর আর অনুশীলন করেননি।
নাঈমের আঙুলের কী অবস্থা জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ফিজিও ছুটিতে আছে। কিন্তু যদি আঙুলে সেলাই দরকার হতো বা জরুরি কিছু; তাহলে তো আমাদের জানাতো। যেহেতু জানায়নি, তাই মনে হয় তেমন কিছু হয়নি।
মিরপুর টেস্টের আগে হেড কোচ হাথুরুসিংহের কাছ থেকেও প্রশংসা জুটেছে নাঈমের। কোচ বলেন, সে জাতীয় লিগে সর্বোচ্চ উইকেট শিকার করেছে। সে আত্মবিশ্বাসী এখন, ভালো ছন্দে বোলিংও করছে । ম্যাচে আমরা তা দেখেছি। সে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিলো। কেইন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সম্পাদনা: তারিক আল বান্না
এসআর/টিএবি/একে