শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:০১ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চমক রেখে ভারত সিরিজের জন্য দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

সাঈদুর রহমান: ভারতের বিপক্ষে ঘরের মাটিতে তিন ফরমেটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু করে ১০ জানুয়ারি শেষ হবে ইন্ডিয়া সিরিজ। তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে রোহিত-কোহলিরা। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ।

তবে ওয়ানডে ও টি-টোয়ন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ও পেসার কাগিসো রাবাদা। টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই দুই ক্রিকেটার।

এছাড়া বিশ্বকাপের দলে থাকা জেরাল্ড কোয়েটজি, মার্কো জেনসেন ও লুঙ্গি এনজিডিকে ছাড়ায় তৃতীয় টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে ইনজুরির কারণে ইন্ডিয়া সিরিজ থেকে ছিটকে এনরিচ নরকিয়া ও ওয়েন পার্নেল। তাই দলে ডাক পেয়েছেন লিজাদ উইলিয়ামস। এছাড়াও ইন্ডিয়া সিরিজে বেশ কিছু নতুন খেলোয়াড়ের পরীক্ষা নেবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মাক্ররাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি (প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি), ডোনোভান ফেরেরিরা, রেজা হেনড্রিক্স, মার্কো জ্যানসেন (প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি), হেইনরিচ মিলাস, ডেভিড ক্লাস। লুঙ্গি এনজিদি (১ম এবং ২য় টি-টোয়েন্টি), আন্দিলে ফেহলুকওয়ায়ো, তাব্রাইজ শামসি, ট্রিস্তান স্টাবস এবং লিজাদ উইলিয়ামস।

ওয়ানডে স্কোয়াড: এইডেন মাক্ররাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, রেজা হেনড্রিক্স, হেইনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপংওয়ানা, ডেভিড মিলার, ওয়ায়ান মুলদার, আন্দিলে ফেহলুকওয়ায়ো, তাব্রাইজ শামসি, রাসি ভেরিসেন, ডুসেননি, ডুসেন। এবং লিজাদ উইলিয়ামস

টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উয়ান মুলদার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস এবং কেশব ভেরেইন। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়