শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৬ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিলারের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দিলেন সাকিব আল হাসান 

সাঈদুর রহমান: টাইগার ক্রিকেটের পোস্টারবয় বলা হয় সাকিব আল হাসান। বাংলাদেশকে জিতাতে মাঠে সবসময় পারফম করেন তিনি। বেশির ভাগ সময়ই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই বিশ^সেরা অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ ম্যাচ সেরার পুরস্কার তার দখলে। তবে এবার সাকিব নিজেই ম্যাচ সেরার পুরস্কার তুলে দিলেন ডেভিড মিলার। যা নজর কেঁড়েছে ক্রিকেট ভক্তদের।

বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচে আঙুলে আঘাত পান সাকিব। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও ফিরতি সফরেও দলের বাইরে থাকতে হচ্ছে তাকে।

এই মুহূর্তে নির্বাচনি প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার মাঝেই আবারো দুবাইয়ে কিছুটা সময় দিচ্ছেন। আবুধাবিতে চলমান টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু ইনজুরির কারণে সেটিও হচ্ছে না।

তবে দুবাইয়ে গিয়ে দলের সঙ্গে ফটোশুটে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কিছু কার্যক্রমেও অংশ নিয়েছেন সাকিব। রোববার যেমন ডেভিড মিলারকে পাওয়ার হিটার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিয়েছেন। সাকিবের মতো টি-টেন লিগে বাংলা টাইগার্সেরও খেলোয়াড় মিলার। ২৪ বলে চার চার ও তিন ছক্কায় ৫০ রান করে টাইগার্সের জয়ে বড় ভুমিকা রাখায় ম্যাচসেরাও হয়েছেন তিনি। 

এদিন গ্যালারিতে বসে পুরো ম্যাচ উপভোগ করেন এই টাইগার অধিনায়ক। মাঠে না থাকলেও গ্যালারিতে সাকিবকে দেখে উল্লাসে ভাসে দর্শকরা। সাকিব-সাকিব বলে স্লোগান দিতে থাকে দর্শকরা। এতে বোঝা যায় চলমান আসরে দর্শকরা সাকিবকে কতটা মিস করছে। সম্পাদনা: তারিক আল বান্ন

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়