স্পোর্টস ডেস্ক: ভাগ্য মন্দ ম্যানচেস্টার ইউনাইটেডের। মাঠে নেমে দু’দুটি গোল করে এগিয়ে থেকেও জয় পেলো না দলটি। টার্কিশ ক্লাব গালাতাসারেই এতোটাই বেপরোয়া খেলেছে যে ম্যানচেস্টার ইউনাইটেড যেনো খেই হারিয়ে ফেললো। যে কারণে ৩-৩ গোলে ড্র মেনে মাঠ ছাড়তে হলো ইংলিশ ক্লাবটির। গোল ডটকম
ম্যানইউ’র তিন গোল হজম করার পেছনে ভুলটি ছিলো মূলত গোলকিপার আন্দ্রে ওনানারের। তার ভুলের কারণেই হতাশ হতে হয় ম্যানইউকে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মোট ১৪ গোল হজম করেছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগের এ’ গ্রুপের ম্যাচে গালাতাসারেইর মাঠে খেলতে নামে ইউনাইটেড। নকআউট পর্ব নিশ্চিত করতে এই ম্যাচে ম্যানইউর জয় খুব প্রয়োজন ছিলো। শুরুটাও হয় ভালো। ১১ মিনিটে আর্জেন্টাইন আলেহান্দ্রো গারনাচো আর ১৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ২-০’র লিড পায় ম্যানইউ। তবে ২৯ মিনিটে হাকিম জিয়েশ এক গোল শোধ করলে ম্যাচে ফিরে আসে গালাতাসারেই।
বিরতির পর ৫৫ মিনিটে স্কোর লাইন ৩-১ করেন ম্যানইউ মিডফিল্ডার ম্যাকটমিনে। কিন্তু ৬২ মিনিটে গালাতাসারেইর হয়ে দ্বিতীয় গোল করেন জিয়েশ। বল নাগালেই ছিল ম্যানইউ গোলকিপার ওনানার। কিন্তু নিয়ন্ত্রণে নিতে গিয়ে উল্টো নিজের জালেই বল পাঠিয়ে দেন তিনি। ৭১ মিনিটে চেলসি থেকে ধারে গালাতাসারাইয়ে আসা মরক্কোন এই উইঙ্গারের অ্যাসিস্টে কেরেম আরতুরকোগলু আরও এক গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানইউকে। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/একে