শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৮:০০ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ফ্রান্স টি-টেন প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এবং ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ফ্রান্স-বাংলাদেশ টি-টেন প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ফ্রান্সের দ্রো ক্রিকেট স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দ্রো মেরীর মেয়র পিয়েখ ফেডরিক বিয়ে।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রভু বালান, শাহ্ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ্ আলম), মির্জা গ্ৰুপের চেয়ারম্যান মির্জা মাজাহারুল ইসলাম, ফ্রান্স ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসিফ আলী। সূত্র: ডিবিসি

উপস্থিত ছিলেন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের পরিচালক আজিজুল হক সুমন এবং জুবায়ের আহমেদ, ক্রিড়া ব্যক্তিত্ব মশিউর রহমান কাজলসহ ফ্রান্স ক্রিকেটের সাথে সম্পৃক্ত বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। 

এছাড়া ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির পরিচিতি মুখ আইসা'র প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েস, বিডি ফার্নিচার-এর স্বত্তাধিকারী মিয়া মাসুদ, বাংলা অটো ইকুল-এর স্বত্তাধিকারী হোসেন সালাম রহমানসহ ক্রিকেটানুরাগী দর্শক এবং ফ্রান্সের বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, ফ্রান্স ক্রিকেটের পাসে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশের মালিকানাধীন প্রতিষ্ঠান শাহ গ্রুপ এবং মির্জা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান এবং ফ্রান্স ক্রিকেটের উন্নয়নে ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকব বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফাইনালে প্যারিস ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাব (১০ ওভার ১০৯/৭) তিন উইকেটে মিত্রি ক্রিকেট ক্লাবকে (১০ ওভারে ১০৮ রান) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়