তারিক আল বান্না: [২] প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তান নিজ নিজ কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এবার বাংলাদেশের পালা। এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে বুধবার (৪ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। হাংঝুতে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
[৩] একই দিনে তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই ম্যাচটি মাঠে গড়াবে সকাল ৭টায়।
[৪] মঙ্গলবার (৩ অক্টোবর) দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম কোয়ার্টার ফাইনালে ভারত মাত্র ২৩ রানে নেপালকে পরাজিত করে। ভারতের ২০ ওভারের ৪ উইকেটে ২০২ রানের জবাবে নেপাল ২০ ওভারে ৯ উইকেটে ১৭৯ রান করে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ৬৮ রানে হংকংকে হারিয়ে দেয়। পাকিস্তানের ১৬০ রানের জবাবে হংকংকে ৯২ রানে অলআউট হয়।
[৫] বাংলাদেশ এর আগে ২০১০ সালে এশিয়ান গেমসে প্রথম ক্রিকেট ইভেন্টেই স্বর্ণপদক জেতে মাশরাফি বিন মোর্তুজার নেতৃত্বে। এরপর ২০১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জেতে। ২০১৮ সালের এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট ছিল না।
[৬] এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান- এই ৫টি দেশ বিশ্বকাপে তাদের মূল দল নিয়ে অংশ নিচ্ছে। তাই এশিয়ান গেমসে এই দেশগুলো তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছে। তারপরও পদক লাভের আশায় দলগুলো তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে বলেই মনে হচ্ছে।
[৭] বাংলাদেশ দল: সাইফ হাসান (অধিনায়ক), জাকের আলী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, শাহাদত হোসেন, ইয়াসির আলী, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, হাসান মুরাদ, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, রিশাদ হোসেন, সুমন খান, তানভীর ইসলাম, নাহিদ রানা। সম্পাদনা: এল আর বাদল
টিএবি/এলআরবি/একে